আমাদের কথা খুঁজে নিন

   

কয়েদির পোশাকে কামারুজ্জামান, ডিভিশন প্রত্যাহার

১৯৭১ সালে সংঘটিত বাঙালি নিধনযজ্ঞে অংশ নেওয়ার দায়ে বৃহস্পতিবার জামায়াতে ইসলামী নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয় আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জ্যেষ্ঠ কারা তত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবীর জানান, ফাঁসির দণ্ড দেয়ায় তার (কামারুজ্জামানের) ডিভিশনের সব সুবিধা বন্ধ করা হয়েছে।
কারাগারে ফাঁসির বন্দিদের জন্য ভবনের একটি সেলে তাকে রাখা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, "এখন থেকে তিনি সাধারণ কয়েদির মতো খাবার ও সুবিধা পাবেন।"
আদালতে মৃত্যুদণ্ডের রায়কে ‘ভুল বিচার’ বলে আখ্যায়িত করে কারাগারে ফিরে কামারুজ্জামান বিষন্ন ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
রায় ঘোষণার পর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কামারুজ্জামানকে কাশিমপুরে নিয়ে আসা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।