আমাদের কথা খুঁজে নিন

   

মৃত সাগরে নগ্ন প্রাণের পরশ

১০০০ নগ্ন প্রাণের পরশে হঠাৎ মৃত সাগর যেন প্রাণ ফিরে পেয়েছিল। হয়ে উঠেছিল চঞ্চল উচ্ছল। শনিবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই মৃত সাগরে মার্কিন ফটোগ্রাফার স্পেনসার টুনিক আয়োজন করেছিলেন ছবি তোলার। আর এতে একেবারে নগ্ন অবস্থায় অংশ নিয়েছেন ১৮ থেকে ৭৭ বছর বয়সী ১০০০ ইসরাইলি। মধ্যপ্রাচ্যে স্পেনসারের এটা প্রথম উদ্যোগ হলেও ১৯৯২ সাল থেকে তিনি সুইজারল্যান্ডের হিমবাহ এবং সিডনির অপেরা হাউস থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, বৃটেন, স্পেন, হল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে এ ধরনের ছবি তুলেছেন।

আগামী নভেম্বরে বিশ্বের সাত প্রাকৃতি আশ্চর্যে মৃত সাগরের ভোট বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই ইসরাইলিরা এতে অংশ নিয়েছে বলে এএফপি জানিয়েছে। স্পেনসার অবশ্য মনে করছেন, নগ্নতার প্রতিচ্ছবির মাধ্যমে একটা দেশ কতটা খোলামেলা সেটা বোঝা যায়। কট্টরপন্থি ইহুদি রাজনীতিবিদরা স্পেনসারের এ ধরনের কাজের প্রতিবাদ জানিয়ে জনগণকে নগ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন। ছবি তোলার আগেই ওই এলাকার স্থানীয় কাউন্সিলের প্রধান এ উদ্যোগ ভণ্ডুল করার জন্য পুলিশ ডাকার হুমকি দিয়েছিলেন। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এবারের ছবি তোলার স্থান গোপন রাখা হয়েছিল।

তাই মৃত সাগরের সৈকতে দুই ঘণ্টার ওই ফটোসেশন শেষ করতে স্পেনসারকে কোন সমস্যাই মোকাবিলা করতে হয়নি। ছবি তোলার এ আয়োজনে অংশগ্রহণে ইচ্ছুক ইসরাইলিরা রাত একটা থেকেই সৈকতে আসতে শুরু করেন। কিন্তু স্পেনসারের কড়া নির্দেশ ছিল সূর্য ওঠার আগে যেন কেই পানিতে পা না ভেজায়। তাই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্পেনসারের নির্দেশ অনুযায়ী ১০০০ নগ্ন ইসরাইলি নেমে পড়েন মৃত সাগরের লোনা জলে। মৃত সাগরে ভাসমান অবস্থায় স্পেনসার ১০০০ নগ্ন ইসরাইলির ছবি তোলার মাধ্যমে তিনি প্রথম ছবির কাজ শেষ করেন।

দ্বিতীয় ছবিতে নগ্ন অবস্থাতে সবাইকে একটি হ্রদের পাশে অবস্থান নিতে বলা হয়েছিল। আর তৃতীয় ছবির জন্য নগ্ন অবস্থায় সবাইকে গায়ে কাদা মেখে ছবির জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। এ ছবি তোলার সময় সারা বিশ্বের সাংবাদিকরা নির্দিষ্ট দূরে অবস্থান করে বিষয়টি দেখার সুযোগ পেয়েছেন। স্পেনসার মনে করেন, মধ্যপ্রচ্যে ইসরাইলই হচ্ছে একমাত্র দেশ যেখানকার জনগণ এ ধরনের ছবি তোলার জন্য স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অংশ নেয়ার মতো সাহস রাখেন। তিনি বলেছেন, এক্ষেত্রে তিনি একক স্বীকৃতির দাবি করতে চাইছেন না।

তিনি কেবল বিখ্যাত ইসরাইলি শিল্পীদের পথ অনুসরণ করছেন। এর আগে ২০০৭ সালে মেক্সিকোতে তিনি ১৮০০০ মানুষকে নগ্ন অবস্থায় ছবি তোলার কৃতিত্ব অর্জন করেছেন। তার এহেন উদ্যোগের কারণে কর্তৃপক্ষও বেশ বিব্রত পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এর প্রমাণ হিসেবে নিজ দেশ যুক্তরাষ্ট্রেই তাকে সাতবার গ্রেপ্তার হতে হয়েছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।