আমাদের কথা খুঁজে নিন

   

রোষের মুখে আশরাফকে সমর্থন হাসিনার

মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে উপস্থিত কয়েকজন সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৈয়দ আশরাফের সমালোচনা আমলে না নিয়ে সভানেত্রী বলেন, “ঘরের মধ্যে ষড়যন্ত্রকারীরা আছে। ”
রুদ্ধদ্বার বৈঠক শেষে একাধিক সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বললেও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে কেউই নাম প্রকাশ করতে রাজি হননি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্যের পর হৈ চৈ শুরু হয়।
বক্তব্যের এক পর্যায়ে আশরাফ দলীয় সাংসদদের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন যে, “অনেকেই অলস। তাদের আরো তৎপর হতে হবে।


আশরাফের  বক্তব্যের মধ্যেই বৈঠকে উপস্থিত একটি দলের মধ্যে গুঞ্জন শুরু হয়।
সূত্রগুলো বলছে, এসময় কয়েকজন সাংসদ বলতে থাকেন, ‘আমরা অলস হলে উনি (আশরাফ) কী? উনি অলস বলেই তো আমরা পাঁচটা হেরেছি। ’
পরিস্থিতি দেখে আশরাফ তার বক্তব্য শেষ করে বসে গেলে খুলনার সাংসদ সোহরাব আলী সানা বলে উঠেন, ‘নেত্রী আমাদের দলের মুখপাত্র চেঞ্জ করতে হবে। ’
এসময় আবার বৈঠকের আরেকটা দল থেকে সানাকে কথা থামিয়ে বসে পড়তে বলেন কয়েকজন সাংসদ।
এসময় বক্তৃতা করতে গিয়ে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ শামসুল হক চৌধুরীও আশরাফের সমালোচনা করেন।


তিনি বলেন, ‘নেত্রী আমাদের দলের মুখপাত্র কে আমরা জানি না। আমাদের দলের একজন মুখপাত্র দরকার। তিন, চার, পাঁচ, ছয়- যে যার মতো কথা বলে যায়।
“এই সুযোগে বিএনপি আমাদের বিরুদ্ধে কথা বলে যায়। আর, আমাদের পক্ষ থেকে কোনো জবাব আসে না।


সবার বক্তব্যের শেষে বক্তব্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের ঘরের মধ্যেই ষড়যন্ত্রকারী আছে। তারা প্রথমে ঘরের মধ্যে, পার্লামেন্টে আমাদের মন্ত্রীদের সমালোচনা করেছে। তারপর, সে সুযোগ নিয়েছে বিএনপি। ”
বড় পাঁচটি শহরে নির্বাচনী ভরাডুবির পর সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সাধারণত সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সভাকক্ষে আওয়ামী লীগের আগের সংসদীয় দলের ১৭টি বৈঠক হলেও ১৮তম বৈঠকটি গণভবনে অনুষ্ঠিত হয়।


বৈঠকের শুরুতেই সাংবাদিকদের উপস্থিতিতে শেখ হাসিনা একটি প্রারম্ভিক বক্তব্য রাখেন। রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় এরপর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।