আমাদের কথা খুঁজে নিন

   

৬ ঘুরুঞ্চির নাফাখুম দর্শন

নাফাখুমের খবর অনেকদিন থেকেই জানি। কিন্তু যাবার ইচ্ছে জন্মায়নি কখনো। কারন দুর্গম পথ। সেদিন আমার বন্ধু সুজন বললো তার কক্সবাজার ঘুরতে যাওয়া বাদ দিয়েছে। এখন সে অন্য কোথাও যাবে।

আমাকে বার বার তাগাদা দিচ্ছে। আমিও চিন্তা করলাম সাদামাটা ভ্রমন আর কতদিন? জীবনে চ্যালেঞ্জ নিয়ে ঘুরতে গেলাম না। তাই সিদ্ধান্ত নিলাম নাফাখুম যাবো। মনের ভীতর যখন নাফাখুম ঘুরপাক খেতে লাগলো তখন নাফাখুমের উপর বিভিন্ন আর্টিকেল আর ব্লগ পড়তে শুরু করলাম। ব্লগ পড়ে আর তার ছবি দেখে মাথাটা আরও নষ্ট হয়ে গেল।

আমার দেশে এমন একটি সুন্দর জায়গা আছে অথচ আমি সে জায়গা দেখবো না সেটা কি করে হয়? জায়গার ছবি গুলো দেখে শুধু মনে মনে বললাম হে আমার সৃষ্টিকর্তা তোমার এই সুন্দর সৃষ্টি আমাকে না দেখিয়ে পৃথিবী থেকে নিও না। বাকীটুকু পড়ুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।