আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষ দিয়ে বিশ্বসুন্দরীর শিরোপা!

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে মিথ্যা তথ্য দিয়েছেন এ বছরের মিস ইউনিভার্স খেতাবজয়ী কৃষ্ণসুন্দরী লাইলা লোপেজ- সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে। শুধু তাই নয়, শিরোপা জেতার জন্য তিনি বিচারকদের ঘুষ দিয়েছেন বলেও খবর রটেছে। খবর মিডডেডটকম-এর। সম্প্রতি আর্জেন্টিনিয়ান পত্রিকা ইনফোবেতে খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাজ্যে অনুষ্ঠিত এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে মিথ্যার আশ্রয় নিয়েছেন লাইলা। ওই প্রতিযোগিতাটি ছিলো প্রবাসী অ্যাঙ্গোলানদের জন্য।

সেখানে তিনি নিজেকে যুক্তরাজ্যে বসবাসরত অ্যাঙ্গোলান নাগরিক বলে দাবী করেছেন। অথচ কখনোই তিনি নিজের দেশ অ্যাঙ্গোলার বাইরে বসবাস করেননি। ইনফোবে পত্রিকায় প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, চার্লস মুকানো নামের এক ব্যক্তি লাইলাকে মিথ্যা কাগজপত্র তৈরির কাজে সাহায্য করেছেন। ভুয়া সেই কাগজে লাইলাকে ব্রিটিশ স্কুলের বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ের একজন শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, লাইলার বিজয় নিশ্চিত করতে যুক্তরাজ্যের বিচারকদের চার্লস মুকানোর ঘুষ দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছে পত্রিকাটি।

লাইলাই প্রথম অ্যাঙ্গোলান হিসেবে বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন। View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।