আমাদের কথা খুঁজে নিন

   

কাদেঁ আমার বালিশ, ভিজে দু চোখ

হাতছানি দেয় দূরে কেউ আমারে যদি একদিন তোমায় দেখতে না পায় বাতাসের বেগ যেন হঠাৎ কমে যায় সমুদ্রের গর্জন যেন থেমে যায় আকাশে বিনা মেঘে বৃষ্টি হয় আর আমার মন হঠাৎ যেন বিষন্ন হয়ে যায়। যদি একদিন তোমার কথা শুনতে না পাই পৃথিবীর কোন শব্দ আর চিনতে পারি না পাখির যেন ডাকে না আগের সুরে গানগুলো যেন বেসুরে হয়ে যায় নিমিষে পৃথিবী যেন চেয়ে থাকে আমার দিকে অট্টোকারে যেন তারা হাসে যদি একদিন তুমি আমায় আদর না করতে পৃথিবীর সব সুখ যেন ভেসে যেত দুঃখের ভেলাতে কে যেন ব্যাত্রাঘাত করে পেছন থেকে সেই তুমি আজ কত দূরে দেখি না কতদিন ধরে শুনি না তোমার কথা বহুদিনে আদর কর ঠিকই আমায়, তবে আমার স্বপ্ন মাঝে . . . . ! কাদেঁ আমার বালিশ, ভিজে দু চোখ কষ্টে ফাটে বুক, দেখে কোন লোক পায় না মনে সুখ, দিয়ে যায় দুখ পরে না রাতে চোখের পোলক নিসংগ আমি এক লোক উৎস্বর্গ : সুইটি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।