আমাদের কথা খুঁজে নিন

   

ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হেলি থরনিং-স্মিড

ডেনমার্কের মধ্য-বামপন্থীরা প্রায় এক দশক পর জাতীয় নির্বাচনে জয়লাভ করেছেন। ফলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হেলি থরনিং-স্মিড। এক দশক ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী রাসমুসেন গতকাল হেলিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আজই আমি তাকে প্রধানমন্ত্রীর অফিসের চাবি হস্তান্তর করব। ‘প্রিয় হেলি, তুমি তাদের (জনগণ) দেখে রেখো। ’ গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।

ভোটগণনা শেষে সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা হেলি থরনিং-স্মিড পার্লামেন্টে স্বল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। ফলে তিনি বর্তমান প্রধানমন্ত্রী লার্স লুক রাসমুসেনের স্থলাভিষিক্ত হবেন। পার্লামেন্টের মোট ১৭৯টি আসনের মধ্যে মধ্য-বামপন্থীরা ৮৯টি ও মধ্য-ডানপন্থীরা ৮৬টি আসন পেয়েছেন। জয়ের আনন্দে হেলি উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা জয়লাভ করেছি। আজ আমরা ইতিহাস সৃষ্টি করলাম।

’ ফ্যাশন সচেতনতার জন্য ৪৪ বছরের হেলিকে অনেকেই ‘গুচ্চি হেলি’ নামে ডাকেন। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। ব্রিটেনের সাবেক লেবার পার্টির নেতা নেইল কিননকের ছেলে স্টিফেন কিননককে বিয়ে করেছেন হেলি। হেলি জনগণের ওপর করারোপ এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিরুদ্ধে নির্বাচনী প্রচারাভিযান চালিয়েছিলেন। তিনি কড়া অভিবাসন আইন করার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন দেশটির অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ইউরোকে গ্রহণ করেনি। aily newspaper ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.