আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ২৭

১২ মার্চ, ২০১৩: # ১। প্রশ্ন: গলে টেস্টের দূর্ভাগা কে? উত্তর: গলে টেস্টে যে ব্যাটসম্যান ন্যূনতম দুই অংকের রান করার আগেই আউট হয়েছে, সে। এই তালিকায় তিনজনকে পেলাম। শ্রীলংকার করুনারত্নে আর বাংলাদেশের এনামুল এবং মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ বিশেষ দূর্ভাগা।

এই কন্ক্রিটের মত পিচে 'ডাক' পেতে হয়েছে! তবে ক্রিকেট বিধাতা হতাশ করেনি। শেষ ইনিংসে ৩ উইকেট পেয়েছে বেচারা! ২। কোনো দেশের অভিষেক টেস্ট বাদে এক টেস্টে সর্বোচ্চ কতজনের তাদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার রেকর্ড আছে? অনেক খুঁজেও ডাটাটা পেলাম না। এই টেস্টে প্রথম ইনিংসেই বাংলাদেশের ৫ ব্যাটসম্যান তাদের ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছে। এনামুল, আশরাফুল, মমিনুল, মুশফিক এবং নাসির।

সঠিক না জানায় বলতে পারছি না এটা বিশ্ব রেকর্ড কি-না। ৩। আশরাফুলের আগে বিশ্বের ৫ জন ব্যাটসম্যান ঠিক ১৯০ করেছে আবার মুশফিকের আগে বিশ্বের ৫ জন ব্যাটসম্যান ঠিক ২০০ করেছে। কো-ইনসিডেন্ট! ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অফ-স্পিনার সোন্নী রামাধিন ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্ট ৫৮৮ টা বল করেছিলেন। এটা বিশ্ব রেকর্ড।

শ্রীলংকার রেকর্ড ছিলো মুরালিধরণের ৩৭২ বল। রঙ্গনা হেরাথ এই ম্যাচে ৩৭২ বল করে রেকর্ডটা ছুঁতে বাধ্য করেছে অ্যাশ-মুশি। আবুল হোসেনের গড় রান দাঁড়িয়েছে ১৩৬! রিপিট অ্যাগেইন, ১৩৬। স্যার ডন ব্রাডম্যান থেকেও ৩৬.০৬ বেশি! পরিসংখ্যান বেশ মজার জিনিস। ৪।

কুমার সাঙ্গাকারা এই টেস্টে রান করেছে ২৪৭। দিলশান ১৮০ করার সাথে নিয়েছে ২ টা উইকেটও। আশরাফুল ২১২। তারপরেও ২০০ করে ম্যান অফ দ্যা ম্যাচ 'ক্যাপ্টেন ফ্যানটাস্টিক' মুশফিক। টেস্টে বাংলাদেশের ১৫ তম ম্যান অফ দ্যা ম্যাচ।

ইকুয়েশনটা এমন ছিলো দ্বিশতক করেও ম্যান অফ দ্যা ম্যাচ নাও পেতে পারতো মুশি। ভারত-পাকিস্তানে খেলা হলে না পাওয়ার সম্ভাবনাই বেশি ছিলো। ৫। পরবর্তী এবং শেষ টেস্ট ১৬ ই মার্চ। এবং ক্ষুদ্র জ্ঞান বলছে এই পারফরমেন্সের পরও দলে ২ টা চেঞ্জ আসছে।

এনামুলের জায়গায় তামিম ফিরছে এটা মোটামুটি নিশ্চিত। ইলিয়াস সানির জায়গায় রাজ্জাকের ঢোকার কথা। শাহাদাতের জায়গায় রুবেল ফিরলেও ফিরতে পারে। ফিরবে একটা স্পোর্টিং পিচও। টু বি ফেয়ার, এই ধরণের কন্ক্রিটের মত পিচ; যেখানে প্রথম দিনে ন্যূনতম সুইং থাকে, পঞ্চম দিনেও বল টার্ণ করে না, টেস্ট ক্রিকেটকে বোরিং করতে যথেস্ট।

নিজের কথাই বলি, আজ যেমন খেলা দেখতে দেখতে এক পর্যায়ে ঘুমিয়ে গিয়েছি! ১৩ মার্চ, ২০১৩: # ১। চেলসির মত বাস বসায়ছিলো এসি মিলানও। ন্যাড়া বারবার বেলতলায় যায় না। ২ টা গোল দিলো বাসের উপর দিয়ে, দু'টো দিলো চাকার ফাঁক (পড়ুন মেক্সেসের পা'র ফাঁক) দিয়ে। ২।

টিটো যাওয়ার পর থেকে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সা। টিকি-টাকা হারিয়েছে। উইং দিয়ে অ্যাটাক ভুলে গেছে। একটার পর একটা থ্রু বল দিতে দেখি না। পেনিট্রেটিং নেই।

অ্যালেক্সিস-পেড্রোর ফর্ম নেই। পুয়োল-পিকে স্পিডে পরাস্ত হয়। সব মিলে বিদিখিস্তি অবস্থা ছিলো। আজ সব ঝেড়ে ফেলে দিলো। সেই অল-আউট আক্রমন, সেই টিকি-টাকা।

৩। পুয়োল আজ হাঁটুতে ডিসকমফোর্টের কারণে নামেনি। সে কারণেই কি-না জানি না, আজ জর্ডি অ্যালবা ইনজুরি টাইমের আগে পুরোটা সময় ডিফেন্সে ছিলো, ওঠেনি। এই ট্যাকটিক্যাল চেঞ্জটা কাজে এসেছে। সবচেয়ে টেন্সড মুহূর্ত নিয়াং এর ওয়ান-টু-ওয়ান মিস।

এটা ম্যাচের টার্নিং পয়েন্টও। ৪। ম্যাজিকাল মেসি ভেঙে দিয়েছে রুড ভ্যান নিস্টলরয়ের ৫৬ গোলের রেকর্ড। মেসির অবস্থান দ্বিতীয়। আগে শুধু ৭১ গোল নিয়ে রাউল গঞ্জালেস।

৫। চ্যাম্পিয়নস লীগের নকআউট রাউন্ডে মেসির গোল দাড়িয়েছে ২৭। এটা রেকর্ড। দ্বিতীয় রোনালদো, ২২। মেসির ব্রেস ১৬ টা।

এটাও রেকর্ড। দ্বিতীয় রাউলের ১৪ টা। বার্সেলোনাও রেকর্ড ছুঁলো। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট রাউন্ডে ১০০ গোল করা একমাত্র দল বার্সেলোনা। ৬।

ইনিয়েস্তা, বিশ্বের সবচেয়ে স্কিলফুল প্লেয়ারের আরেকটা অসাধারণ একটা ম্যাচ গেলো। এই মৌসুমে প্রধান ৫ টা লীগে সর্বোচ্চ অ্যাসিস্ট ইনিয়েস্তার। আজকেরটা নিয়ে ১৪ টা। হ্যামসিক ১১ টা নিয়ে দ্বিতীয় অবস্থানে। ইনজুরি থেকে ফিরে জাভিও দুটো অ্যাসিস্ট করেছে আজ।

১২৭ তম চ্যাম্পিয়নস লীগ ম্যাচ ছিলো জাভির। তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। ভালদেস ৬ ষ্ট গোলকিপার হয়ে পার করলো শততম ম্যাচ। ৭। গত চার মৌসুমেই চ্যাম্পিয়নস লীগের সর্বোচ্চ স্কোরার মেসি।

এই মৌসুমে এই মুহূর্তে ৭ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে। রোনালদো এবং ইলমাজ ৮ গোল নিয়ে এক নাম্বারে। ৮। প্রথমার্ধে পেড্রোর একটা পেনাল্টি পায়নি বার্সা। মিলানের কনস্ট্যান্ট 'কনস্ট্যান্টলি' ডুবাইছে মিলানকে।

৯। এর আগে ৩ বার প্রথম লেগে ২ গোলে পিছিয়েও ন্যূ ক্যাম্পে ব্যাক করার ইতিহাস ছিলো বার্সার। আজ চারবার হলো। ১০। আজ ন্যূ ক্যাম্পে ৯৪৯৪৪ জন দর্শক ছিলো।

দ্যা টুয়েলভথ ম্যান অফ বার্সা! ১৫ মার্চ, ২০১৩: # : রণি, মাসুদা ভাট্টির হাতে গতরাতে আন্দালিব রহমান পার্থকে ধর্ষিত হতে দেখে আপনার অনুভূতি কী? : কদিন আগে দক্ষিন আফ্রিকার কাছে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ হতে দেখে পাওয়া গ্রাটিফিকেশনটা আরেকবার পেলাম আর কী! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.