আমাদের কথা খুঁজে নিন

   

পক্ষী নিয়ে সুমন্টোগ্রাফির শেষ পোষ্ট !! ( এই পোষ্ট সব মেয়ে ব্লগারদের উৎসর্গ করা হলো )

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ছবি গুলোর মাঝের দিকে এক প্রজাতির মাছ রাঙ্গার ছবি আছে , যাদের ছবি তুলতে গিয়ে আমি পরপর দুই দিন সাপের সামনে পড়ে গিয়েছিলাম !! একদিন লাউ ডগা আর এক দিন দাঁড়াশ সাপ । আমার খুব সাহস তো তাই ওই সাপ কে ডিস্টার্ব না করে দৌড় দিয়েছিলাম উসাইন বোল্টের মত । এই ছবি গুলোর ভেতরে এক ধরনের হলুদ পাখির ছবি আছে ,সেই যে,, হলুদিয়া পাখি শোনার-ই বরন পাখিটি ছাড়িলো কে !!!! কিন্তু সমস্যা হলো , আমি জানতাম এর নাম বৌ কথা কউ পাখি !! বাট একজন আমাকে চিন্তায় ফেলে দিয়েছে ,, তার কথা এটা বৌ কথা কউ না !!! আপনারই বলেন তো এটা কোন পাখি ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৪# ১৫# ১৬# ১৭# ১৮# ১৯# ২০# (পরবর্তী আকর্ষন অল্প কয়েকটা ফুল )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।