আমাদের কথা খুঁজে নিন

   

চাওয়া

আমার ঘরে কালোর তীব্রতা আমি পাইযে কোথায় আলো, অনুরোধের ঢিলটা আমি চাঁদের উপর ফেলি কারন চাঁদটাই শুধু স্বার্থবিহীন বিক্রি করে আলো। চাঁদের সাথে কোন সখ্য নেই নেই যে লেনাদেনা, চাঁদের সাথে প্রথম পরিচয় উঠোনের এক কোনা। সেদিন থেকেই দেখছি আমি মিষ্টি হেসে চাঁদ বিলাচ্ছে তার আলো, তাই অনুরোধের ঢিলটা আমি চাঁদের উপর ফেলি কারন চাঁদটাই শুধু স্বার্থবিহীন বিক্রি করে আলো। চাঁদের মাঝে নেই কো কৃপনতা দেখিও নি তাই, দেখার মাঝে দেখছি শুধু চাঁদের চলে যাওয়া একটু একটু করে পুরুটাই। আবার সে চাঁদ আসছে ফিরে বিশাল আকাশ ‍জুড়ে বিলাচ্ছে তার আলো, তাই অনুরোধের ঢিলটা আমি চাঁদের উপর ফেলি কারন চাঁদটাই শুধু স্বার্থবিহীন বিক্রি করে আলো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।