আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় চ্যাট করুন এখন আপনার ব্রাউজার থেকেই কোন সাইটে না ঢুকে

প্রযুক্তি প্রেমিক ইন্টারনেটে বাংলা প্রচলনের একটা জোয়ার চলছে। ইউনিকোডের ফলশ্রুতিতে বর্তমানে প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে বাংলায়। আমরা ইতিমধ্যে বাংলায় নিউজ সাইট, ব্লগ, ফোরাম ছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট বাংলায় পেয়েছি। কিন্তু ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও একটা জিনিসের এখনও অভাব রয়েছে। তা হল বাংলায় চ্যাট।

ইন্টারনেটের অতি জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে একটি হল চ্যাট বা চ্যাটিং। বেশিরভাগ ব্যবহারকারীর সাথেই ইন্টারনেটের সম্পর্ক তৈরি হয় চ্যাটের মাধ্যমে। এতদিন ইয়াহুসহ বিভিন্ন চ্যাটরুমে আমরা শুধু ইংরেজিতেই চ্যাট করেছি। এই অধ্যায়ের পালা শেষ হতে যাচ্ছে। এখন বাংলায় চ্যাট করবেন তাও আবার কোন ওয়েব সাইটে না ঢুকে ।

আর এই সুবিধাটা নিয়ে আসছে একটি বাংলা টুলবার । এই এই টুলবারের এলসি বাটনে ক্লিক করে একটা ইউজার নেম দেন এবং চ্যাট করা শুরু করুন । কোন রেজিষ্টেশন লাগবে না । ইচ্ছা করলেই আপনার নিক নেইম পরিবর্তন করতে পারবেন । এতে সুন্দর সুন্দর smile send করতে পারবেন ।

এটা ইচ্ছা করলে মিনিমাইজ করে রেখে দিতে পারবেন । আর এটা ছোট উনডোতে হওয়ায় এর পাশাপাশি আপনি আপনার ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন । এতে আপনি ইউনিজয় এর মাধ্যমে বাংলা লিখতে পারবেন । বাংলা এবং ইংরেজী দুই ভাষায় লিখতে পারবেন । আর এই বাংলায় চ্যাট সুবিধাটি পেতে অনেক জনপ্রিয় একটা বাংলা টুলবার আপনার ব্রাউজারে যুক্ত করে নিতে হবে ।

মজিলা ব্রাউজার ব্যবহারকারী সরাসরি টুলবারটি এডডনস হিসাবে যুক্ত করতে এখানে ক্লিক করুন । আর প্রিভিউ দেখে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন সবাইকে অনেক ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.