আমাদের কথা খুঁজে নিন

   

মাফ করবেন কপি পেষ্টের জন্য। কিন্তু একটা ক্রস কুকুর সন্মন্ধে সবাই কে জানানো অন্তরের তাগিদে।পোষ্টে দেশটাকে এই কুকুর কামড়ে ধরেছে দেখুন।

প্রত্যেক টি সমস্যা মোকবেলা করতে সিমাবদ্ধতা থাকতে পারে, তাই বলে অহরহ মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দিলে নিজেকে সংযত রাখতে পারি না। "আমাদের সম্পর্ক বিশ্বাসের ওপর। এটা না পেলে ওইটা দেবো না আমাদের সম্পর্ক সে রকম না। " তিস্তার পানি না পেলেও ট্রান্জিট আমরা দেব । এর জন্য নতুন চুক্তিরও দরকার নাই ।

ইন্দিরা-মুজিব চুক্তিতেই ট্রান্জিট দেবার কথা বলা হয়েছে। এর মত জারজরা এদেশে যতদিন থাকবে ততদিন দাদারা আমাদের ঠকাবেই । মনমোহন সিং আসবেন, দেখবেন, জয় করবেন- ভাবনাটা এমন থাকলেও তিস্তা সুরটাই কেটে দিয়েছে- ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে মূল প্রতিবেদনে এ কথা লিখেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভারতে সর্বাধিক পঠিত এ বাংলা দৈনিকের মতোই ছিলো অন্য খবরের কাগজগুলোর শিরোনাম। ঘুরেফিরে সবাই মনমোহনের সফরে তিস্তার ছায়াপাতের কথাই তুলে ধরেছে।

ত্রিপুরা রাজ্যের সর্বাধিক পঠিত দৈনিক 'সংবাদ' আট কলামে মূল প্রতিবেদনের শিরোনাম করেছে- 'প্রত্যাশার ধারে কাছেও নেই প্রাপ্তি'। পানি বণ্টন ও ট্রানজিট চুক্তি না হওয়ায়ই তাদের এ প্রতিবেদনের মূল সুর। মনমোহনের সফরসঙ্গী রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। যেখানে ভারতের পত্রিকা এমন লিখে সেখানে এই জারজ বলে সফরকে নিয়ে সেলিব্রেট করতে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।