আমাদের কথা খুঁজে নিন

   

কাশবনের কি খবর ?!!

এতকিছু ... ওই সিনেমার জন্যই... সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যাঁরা দেখেছেন, দৃশ্যটি তাঁদের কাছে ভোলার নয়। কাশবনে হারিয়ে গেছে অপুর দিদি দুর্গা। অপু তাকে খুঁজে খুঁজে হয়রান। শেষে কাশবনেই অপু পেয়ে যায় দিদির খোঁজ। এবার কাশবনের পথ ধরেই অপু-দুর্গার দ্রুতলয়ের দৌড়! তারপর ট্রেন।

আহা ট্রেন! আহা কাশবন! শরতের মাঝামাঝি এখন। কয়েকদিন আগে আমিরবাজার দিয়ে বাসে করে আসার সময় দুরথেকে কাশবন দেখলাম। কাছে যাবার সুযোগ হয়নি। বসুন্ধরায় নাকি চমৎকার কাশবন হয়। তাদের কি খবর? কাশফুল ফুটেছে নাকি ওখানে? আফতাবনগরের কাশবনও নাকি অসামান্য।

ঢাকার আশপাশের কোথাকার কাশবনের কি আপডেট, তাড়াতাড়ি জানান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।