আমাদের কথা খুঁজে নিন

   

রম্যরচনাঃ পৃথিবীতে মানুষ কত প্রকার ও কি কি ? তাদের সম্নন্ধে সংক্ষিপ্ত বিবরণ ?

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com @ পৃথিবীতে মানুষ চার প্রকার । যথা, ১. রোগা ২. মোটা ৩. লম্বা ৪. বেঁটে রোগাদের সংক্ষিপ্ত বিবরণ যাদের ছায়া পড়ে না । টেবিল ফ্যানের হাওয়ায় উড়ে যায়, তাদের রোগা বলে । উদাহরণঃ আজকালকার মডেল উপকারিতাঃ একটা জামার ছিট কিনে অনেক গুলো জামা বানাতে পারে । অপকারিতাঃ ঝড়- দুর্যোগের দিনে ঘর থেকে বেড়োনো কষ্টকর ।

বের হলেও পকেটে বাটখারা রাখতে হয় । বিবরণঃ আগে রোগা হলে লোকে তেমন পাত্তা দিত না । তবে বর্তমানে তাদের বাজার চাঙ্গা । মেয়ে হলে মডেল আর ছেলে হলে ব্যান্ড গায়ক । একবার একটা রোগা চোর চুরি করতে গিয়েছিল ।

মালিক শুয়ে ছিল । হঠাৎ ঘুম গেলে মালিক চোরকে চেপে ধরে । চোরটা ভয়ে বেহোশ হয়ে যাই । মালিক পাশের ঘরে তার ছেলেকে উঠিয়ে বলে, ‘আমার ঘরে একটা চোর পরে আছে তার পাশে একটা দড়ি পরে আছে । সেটা দিয়ে বেধে রাখ আমি পুলিশে খবর দিচ্ছি’ ।

ছেলে গিয়ে কিছুক্ষন পর ফিরে এসে বলে ‘কোনটা দড়ি’ । মোটাদের সংক্ষিপ্ত বিবরণ মাটিতে পয়সা পরে গেলে যারা কুরিয়ে নিতে পারে না তাদের মোটা বলে। উপকারিতাঃ মোটারা একটা টিকিট কেটে দুটো সিটে বসতে পারে । অপকারিতাঃ প্রিয় জনের সাথে দেখা হলে কোলাকুলি করার অসুবিধা । বিবরণঃ মোটাদের নিয়ে ইয়ার্কি মজাক করা উচিত নয় ।

এ থেকে নানা রকমের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে । এক পাড়ায় এক ১৩০ কেজি ওজনের লোক থাকত । তার সাথে সবাই ইয়ার্কি করত । একদিন সে ঠিক করল আত্মহত্যা করবে । বাড়ির ছাঁদ থেকে লাফ দেয় ।

জ্ঞান ফিরার পর নার্সকে জিজ্ঞেস করে ‘আমি মরেনি’ । নার্স বলে ‘না কিন্তু তারা চার জন মারা গেছে’ । মোটা জিজ্ঞেস করেন কারা? তখন নার্স বলেন যাদের উপর আপনি পরেছেন। বেঁটেদের সংক্ষিপ্ত বিবরণ বউ এর সাথে ঝগড়া হলে যারা ভয়ে খাটের ভেতর খারা হয়ে ঢুক্তে পার। হাফপ্যান্ট যাদের ফুলপ্যান্ট হয় তাদের বেঁটে বলে ।

উপকারিতাঃ একবালতি জলের মধ্যে স্নান করতে পারে, সাতার কাটতে পারে । অপকারিতাঃ আঁক্সি দিয়ে বেগুন পারতে হয় । খাটের উপর, সোফায়, চেয়ারে বসতে অসুবিধা হয় । বিবরণঃ পৃথিবীর মতোই বেঁটেদের উত্তর দক্ষিণ চাপা । তাই ছোটোদের অঙ্ক কষার স্কেল দিয়েও এদের উচ্চতা মাপা যায় ।

এছাড়াও আরও অনেক সুবিধা আছে । যেমন, একবার এক বেঁটে মানুষের স্ত্রী তার বান্ধবীদের ইনভাইট করেন । তার বান্ধবীরা লক্ষ্য করল দরজার একেবারে নিচে একটা ফুটো আছে । এক বান্ধবী জিজ্ঞেস করল, ‘এই ফুটোটা কেন করেছিস রে, ইঁদুরের যাতায়তের জন্য’ । সে বলল ‘আরে না না ওটা ইঁদুরের জন্য নয় আমার স্বামীর যাতায়তের জন্য’ ।

লম্বাদের সংক্ষিপ্ত বিবরণ যাদের মাথার ঘাম পায়ে পড়তে বেশি সময় লাগে তাদের লম্বা বলে । উপকারিতাঃ ভিরে হারিয়ে যাওয়ার ভয় নেয়, সহজেই খুজে পাওয়া যায় । অপকারিতাঃ লম্বারা মিনি বাসে উঠতে পারে না । বিবরণঃ দৈনন্দিন লম্বারা বেশ কিছু সমস্যার সম্মুক্ষিন হয় । যেমন, একদিন এক লম্বু বাজারে গিয়ে এক লেবু বিক্রেতাকে বলল, ‘আচ্ছা ভাই পাতিলেবু কত করে?’ ।

লেবুওয়ালা দাঁত বের করে বলল, ‘স্যার, এগুলো পাতিলেবু না, বাতাবি লেবু’ । আমার নিজস্ব ব্লগসাইট ভিজিট করার আমন্ত্রণ রইল: http://www.islameraalo.wordpress.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।