আমাদের কথা খুঁজে নিন

   

কাঠবিড়ালী কাঠবিড়ালী ?? পেয়ারা তুমি খাও ??.......... (একটি সুমন্টোগ্রাফি পরিবেশনা )

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ছোট বেলায় মা এর মুখে প্রথম শুনে শেখা ছড়া কবিতা গুলোর একটি ছিলো ... কাঠবিড়ালী কাঠবিড়ালী ?? পেয়ারা তুমি খাও ?? গুড় মুড়ি খাও ?? বাতাবী লেবু তাও? ... সেই ছোট বেলায় যখন ছাদে বা উঠানে ধান সিদ্ধ করে শুকোতে দেওয়ার পরে ওই ধান পাহারা দিতে বসে থাকতাম পাটি পেতে , তখন থেকেই কাঠ বিড়ালী আমার কাছে পরিচিত ও প্রিয় হয়ে ওঠে । মানুষের মত করে দুই হাতে একটা একটা করে ধান তুলে কুট কুট করে অতি দ্রুততার সাথে খেতে দেখতাম ,, খুব মজা পেতাম .। টিয়া, কবুতর, ঘুঘু ,খরগোশ সবই পুষেছি কিন্তু একটা কাঠ বিড়াল পোষার সখ এখনও পুরণ হয়নি ..। বাড়িতে গিয়ে ইচ্ছে ছিলো কাঠ বিড়াল নিয়ে একটু গবেষনা করা । সাথে তাদের ছবিও তোলা ।

তাদের জীবন যাপন এর চিত্র অনেক দেখেছি , দেখেছি কিভাবে তারা মারামারি করে , খেলা করে , ঘুমায় ,, এমন কি তাদের আরও কিছু বিশেষ মুহুর্তের দৃশ্যও । তবে এবার তাদের এই সব চাল চিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখতে চেয়েছিলাম .. সফলতা তেমন আসেনি ,, তবে একেবারে বিফল যে হয়নি তা নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন ..... ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# । আসলেই খুব মজার একটা প্রাণী এই কাঠবিড়াল । তারা সব সময়ই আনন্দে ফুর্তিতে থাকতে ভালবাসে । এদিক ওদিক ছোটাছুটি করে একটু খেয়ে কোন গাছের ডালে বা দেওয়ালের উপর বা যেখানে ভাল মনে করে ঘুমিয়ে পড়ে ।

একে অপরের সাথে ভাব বিনিময় করে । ভালোবাসাবাসি করে আরও অনেক কিছু ..। কিন্তু আজব আবহাওয়া (এই রোদ এই বৃষ্টি) ও নিজের অলসতা এবং ব্যস্ততার কারনে এবং ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ডের সল্পতার কারণে এবং একটু ফাস্ট টেলি লেন্সের অভাবে অনেক কিছুই মিস করেছি .। {এই পোষ্ট উৎসর্গ করছি একজন প্রিয় মানুষ ছাইরাছ হেলাল ভাই কে } উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এই কাজের জন্য .. এবং আমি আবারও বলছি কাঠবিড়াল নিয়ে আমি আবারও গবেষনা করবো ,, আরও অনেক অদেখা জীবন চিত্র দেখাতে চেষ্টা করবো ...!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।