আমাদের কথা খুঁজে নিন

   

চুমু দেবে,জড়িয়ে ধরবে মোবাইল!

কিসিং মোবাইলসহ অনুভূতিবাহক মোবাইল সিরিজের প্রটোটাইপ তৈরি করেছেন বার্লিন ইউনিভার্সিটি অফ দ্যা আর্টস-এর গবেষক ফ্যাবিয়ান হেমার্ট। ফ্যাবিয়ান হেমার্টের দাবি, ‘অনুভূতিবাহক মোবাইলগুলো শ্বাস-প্রশ্বাসসহ চুমুর অনুভূতি বিনিময় করতে পারে। ’ সম্প্রতি জার্মানির গবেষকরা দাবি করেছেন, তারা ‘কিসিং মোবাইল’ বা ‘চুমু ফোন’সহ অনুভূতিবাহক একাধিক ফোন তৈরি করেছেন। গবেষকদের দাবি, নতুন এই মোবাইল ফোন যে কোনো অনুভূতি এবং চুমুর মতো স্পর্শকাতর অনুভূতিও সঞ্চার করতে পারে। আঁকড়ে ধরা বা জড়িয়ে ধরার অনুভূতি তৈরি করতে সক্ষম এমন মোবাইলের দুই পাশে ব্যবহৃত হয়েছে ফোর্স সেন্সর এবং হাতের ওপরে ব্যবহারের জন্য একটি কোমল ফিতা।

যখন এ ফোনটি ব্যবহার করা হবে তখন ফোনে ব্যবহৃত একটি মোটর ফিতাটিকে শক্ত করে আটকে ধরে জড়িয়ে ধরার অনুভুতি এনে দিতে পারে। প্রিয়জনের শ্বাস নেবার অনুভ’তি এনে দিতে পারে এমন প্রটোটাইপ মোবাইল ফোনে রয়েছে প্রেসার সেন্সর এবং জেট সেন্সর। কথা বলার সময় বাতাসের নড়াচড়া বা স্পর্শ করার মতো অনুভূতিগুলো এসব সেন্সর সঞ্চারিত করতে পারে। কিসিং প্রটোটাইপ বা চুমু ফোনটিতে ব্যবহৃত হয়েছে ময়েশ্চার সেন্সর এবং মটোরাইজড ওয়েট স্পঞ্জ। যখন কোনো ফোন থেকে চুমু দেয়া হয় তখন অন্যপ্রান্তে একই রকম মেমব্রেন চুমুর অনুভূতি এনে দেবে।

এক্ষেত্রে যতোখানি গাঢ় হবে ততোই বেশি অনুভূতি সঞ্চার করবে। টাইমস অফ ইন্ডিয়া-এ খবরটি আমাদের দিয়েছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।