আমাদের কথা খুঁজে নিন

   

অবেলার কাছে চাওয়া...

কিছুটা আমার কিছুটা তোমার.. মেলেনা তো কিছু এখন আর! বেলা চলে যেয়ে এখন অবেলা কিন্তু তোমার এখন কোন বেলা চলছে? জানিনা.... আমার সব বেলায় সব কিছু হারিয়ে যায় কখনো কখনো কিছু ফিরে আসে তাও আবার অবেলায়, এ তোমার নিছক ভাবনা তোমার ক্ষনের অনুভুতি তোমার ক্ষনের আবেগ... আবেগ.... ঠিকই বলেছ, এ আমার ক্ষনের আবেগ ই হবে না হলে আমার চোখে অশ্রু নেই কেন..? জানো? আমি না এখন আর চাঁদ দেখতে পাইনা চাঁদের আলোর কথোপকথন আমি শুনতে পাই না এখন আর আমার কাছে কাজলা দিদি আসেনা.. বড্ড ইচ্ছে করে আমার, কাশফুলের কাছে বলতে দীঘির জলের কাছে বলতে.. আমার ভাবনা গুলো হারিয়ে যাক হারিয়ে যাক আমার সময় গুলো হারিয়ে যাক আমার ক্ষন গুলো শুধু রেখে যাক আমার আবেগ গুলো রেখে যাক আমার অনুভুতি গুলো যা কোন দিন ও হারিয়ে যাবেনা কোন বেলার অবেলায়...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।