আমাদের কথা খুঁজে নিন

   

এবার বাস্তবায়ন চাই: বিচ্ছু জালাল

বুধবার রায়ের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ে অত্যন্ত অভিভূত ও আনন্দিত। ”
এ সময় একাত্তরের রনাঙ্গণের সহযোদ্ধাদের স্মরণ করে এই মুক্তিযোদ্ধা বলেন, “তবে সন্তুষ্ট হলেও আমরা খুশি হবো তখনই যখন এ রায় বাস্তবায়ন হবে। বাংলার মাটি থেকে জামায়াতকে উচ্ছেদ করতে হবে। প্রত্যেক যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত করতে হবে। ”
“মুজাহিদ-নিজামী বন্দি শালায় যে নির্মম নির্যাতন চালিয়েছিলো।

মা বোনদের পাঞ্জাবি পাঠানদের হাতে তুলে দিয়েছিলো। ওই সময় যারা এ দৃশ্য দেখেনি তারা কখনো তা অনুধাবন করতে পারবে না। আজকে রাজাকাররা ক্ষমতায় থাকলে তারা মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিতো। ”
মুক্তিযুদ্ধের সময় গেরিলাযুদ্ধে সাহসিকতার জন্য সহযোদ্ধাদের কাছে তখনকার কিশোর জালালের নাম হয়ে যায় ‘বিচ্ছু জালাল’।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনা জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে সাতটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পাঁচটিই  প্রমাণিত হয়।

তিনটিতে তাকে মৃত্যুদণ্ড, একটিতে পাঁচ বছর কারাদণ্ড এবং অন্য একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
দুটি ঘটনার অভিযোগ প্রমাণ না হওয়ায় মুজাহিদ খালাস পেয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.