আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহুতে মেয়ারের এক বছর

ইন্টারনেটে বিভিন্ন সেবাদাতা ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মারিসা মেয়ার এক বছর দায়িত্ব পালন করলেন। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এই এক বছরে মেয়ার ইয়াহুতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন।
ইয়াহু এই এক বছরে বেশকিছু ছোট প্রতিষ্ঠান কিনেছে। এমনকি এক মাসের মধ্যে ছয়টি প্রতিষ্ঠান কেনার রেকর্ডও করেছে ইয়াহু। যদিও প্রতিষ্ঠানটি ঠিক কী উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিচ্ছে, সে ব্যাপারে গবেষকরা নিশ্চিত কিছু জানাতে পারেননি।

এ ছাড়াও বিগত বছরে মোবাইল ফোনের ক্ষেত্রেও অগ্রসর হয়েছে ইয়াহু। গ্রাহকদের জন্য বিভিন্ন মোবাইল সেবা এবং অ্যাপ নিয়ে এসেছে ইয়াহু। এমনকি মোবাইলের জন্য ইয়াহু অ্যাপও নির্মিত হয়েছে বিগত বছর।
সিইও হিসেবে মেয়ারের প্রধান লক্ষ্য ছিল ইয়াহুর পুরনো জৌলুস আবার ফিরিয়ে আনা। যদিও অনেক গবেষক জানিয়েছেন, ইয়াহুকে পূর্ব পর্যায়ে ফিরিয়ে নেওয়া আদৌ সম্ভব নয়।

তবে তা সত্তে¡ও নতুন আঙ্গিকে ইন্সটাগ্রাম সাজানো থেকে শুরু করে কর্মী নিয়োগের ক্ষেত্রেও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন মেয়ার।
সিএনএনের তথ্য অনুযায়ী, ইয়াহুর শেয়ারহোল্ডাররাও মেয়ারের এসব পদক্ষেপে বেশ সন্তুষ্ট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.