আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব সুন্দর মন খারাপ করা গান(জেরেমির বেহালা)-অঞ্জন দত্ত

(উৎসর্গ বিষাক্ত মানুষ) রাত গভীর হলে শুনুন দুঃখিত ছবিতে আমি ও আমার বেহালা চুপিচুপি রাত নেমে এলে পরে ভাঙা জানলার সাঁড়শিটা খুলে যায় কালিঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেটে চলে খালি পায় মাঝেমাঝে লোডেশেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা পাড়পড়শিরা সব্বাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত মরে গিয়ে বুড়ো হয়নি শান্ত কে জানে কেন কিসের আক্ষেপ তাই মাঝেমাঝে লোডেশেডিং এর রাতে ফিরে ফিরে আসে বেহালার মাসটা লা লা লা লা... একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষী আড্ডা উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোড়া সোনাটা হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা চলে এসো তুমি রডেন্স স্ট্রিটের কালিঝুলি মাখা পোড়োবাড়িটায় লা লা লা লা... _টার হাসফাঁস করে পায়নি খুঁজে বাড়িটার দলিল কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্টগেজ অসহায় উকিল বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে তবু সাহস করেনি কেউ এখনও গেট টপকাতে লোডশেডিং হলে শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরেমির বেহালা জেরেমির বেহালা  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।