আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশ্রুতি

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা ১/ প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে গেছ হৃদয়সুর্য হবে সারাটি দিন হৃদয় তোলপার অনুভব আনমনে কাটে উদাস প্রহর, কাজ অকাজের ফাঁকে তোমাকে খুঁজি, মনের অলিগলি কানা ঘুপসি সব তবু যেনো দেখেছিলাম কাশ বনের আড়ালে ইন্দ্রপ্রসত ভোরের সুর্যস্বাদে নির্নিমেষ আমার পানে চেয়ে তুমি । । নিমিষেই নীল পাখি বুঝি হটাথ গেল চলে সুর্য সঙ্গে নিয়ে জানি না কোন সদুরে, কোন আঁকাবাঁকা পথে চোখ পথে আবর্তিত রেখা ধরে চলে গেছ তুমি আস নাই ফিরে নিরেট আঁধার বসে একা আমি । । রক্তে আঁধার হৃদয় আমার সমাহিত বহুদিন ধরে! ২/ফেরারী মন খুঁজে ফিরি ফেরারী মন হাতে নিয়ে পালক রেখেছি হৃদয় সরবরে, হৃত্পদ্ম।

বলেছিলে,একশ আটটি নীলপদ্ম হাতে নিয়ে আসবে, আর কতকাল থাকব প্রতিক্ষায় তবু জানি এই খানে থেমে থাকা ভাল। আজ বহুদিন পর রাত্রি নিশীথে মনের মাঝে কার ছায়া আলো এসে পরে? শিশির ঝরে দুরবিন অগোচরে ওই নক্ষত্র থেকে। কোথাও নেই কোনো পাখি আজ, কাশফুল বন হয়েছে বিলীন অন্তহীন আঁধারে ছেয়ে গেছে হৃদয় শব্দহীন উচ্চারণে বার বার বলি এসবের আর কিছু চাই না, শুধু তুমি থেক মনের আকাশে উজ্জল নক্ষত্র হয়ে হাজার তারার ভিড়ে সমস্ত নক্ষত্ররের মাঝে দেখি একটি নির্জন হাত ! মনভুম তোলপার করে খুঁজেছি যা এতকাল । শিশির ভেজা হেমন্তের এই নির্জন সায়ান্নে কোথাও কেউ নেই কিছু নেই শিউলি সৌরভে অন্ধকার অনুভবে । হেমন্তের কুয়াশার আবরণে ঢাকা বন্ধুর সেই হাত ! আমার কবি ভাইগন রাগ করবেন না ।

যা মনে এসেছে লিখেছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।