আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচিত সেই মিলিতদের কথা

আমরা যারা আস্ফালন করে মরি, মরে যাই বারবার মিলনের প্রত্যাশায়; আশায় বাঁধি ক্রমাগত ঘর, যদিও নদী ভাঙা এলাকায় বাস। সেই আমাদের ভেতর থেকে নির্বাচিত যারা পায়, পেয়ে যাবে অন্তিমে সুখের আস্বাদ হয়তো তারা অক্ষমতা অতীত মিলনের কথা ভাবে, ভেবে যায়; তারা হেসে যায় ক্রমাগত, হাসি না ফুরায়! মিলনের রাতে কিংবা দিনেও হতে পারে পরস্পরকে বলবে হয়তো: চুপ! কালকের কাজের কথা থাক নিবিড় হও, আরো নিবিড়! যেন জল নিংস্রিত যা শরীর থেকে তা যেন আজ না গড়ায়! নিবিড় হও, আরো নিবিড়! যেন ভোরের আলোয় ছায়া না দেখি আলাদা যেন একই থাকে স্পন্দন বুকের যেন দু'জন মিলে একসত্ত্বা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.