আমাদের কথা খুঁজে নিন

   

ভূঁই ডুমুর

আমার দেশের ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে, সে ফুলের গন্ধে আমি বিমোহিত। আরো কাছ থেকে দেখতে চাই এদেশের গাছ, ফুল, প্রকৃতিকে। বেশ কিছুদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে বাড়ির প্রবেশ পথেই চোখে পড়ে যায় একটি লতানো গাছ, ফলসহ। গাছটি অচেনা। ভুলেও যাই গাছটির কথা।

প্রতিসপ্তাহেই একটি রাস্তা দিয়ে বিকেলে হেটে বেড়াতে যাই। রাস্তার পাশের এমনিতেই জন্মে উঠা গাছগুলোর মধ্যে সেই লতানো নাম না জানা গাছ চোখে পড়ে একদিন। নামটা খুজেও পাইনা সহজে! এভাবেই প্রথম পরিচয় ভূঁই ডুমুর গাছের সাথে। ভূঁই ডুমুর লতানো গাছ। বৈঙ্গানিক নাম Ficus heterophylla Linn. f.. এটি Moraceae ফ্যামিলির উদ্ভিদ।

আর্দ্র পরিবেশে, রাস্তার পাশে সহজেই জন্মে। একে কালাডুমুর, বাল্লামডুমুর, ঘটি শেওরা, গাওরি শেওরা প্রভৃতি নামে ডাকা হয়। এটি সমগ্র বাংলাদেশেই জন্মে। তবে ঢাকার আশেপাশের এলাকাতে বেশি দেখতে পাওয়া যায়। জন্মে ভারত, মালয়েশিয়া, চীন, শ্রীলংকায় প্রভৃতি দেশেও।

এর পাতা কনস্টিপেশনে, ডিসেন্ট্রিতে ব্যবহৃত হয়। মূলের বাকল এ্যাসমায় ব্যাবহৃত হয়। তবে এ ব্যাবহারের বৈঙ্গানিক পরীক্ষা করা হয়নি। হয়নি এর রাসায়নিক উপাদানের পরীক্ষাও। তাই গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে (প্রাথমিক কার্যকারিতা পরীক্ষার কাজ হাতে নিয়েছি)।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।