আমাদের কথা খুঁজে নিন

   

বিশুদ্ধ প্রার্থনা

s একদিন সুন্দরের ঈর্ষা জাগিয়ে এসেছিলে তুমি আকাশের এপার ওপার তীক্ষ্ণ ছুরিকায় চিরে দিয়েছিল আলোকচ্ছটা পৃথিবী বলেছিল, আমি রত্নগর্ভা হলাম ঈশ্বর বলেছিলেন, আমি সৃষ্টিতে পূর্নতা পেলাম অন্ধকার ছাপিয়ে জ্বলছিল চৈত্রের টকটকে লাল গোলাপ! প্রেয়সী, এই নাও জীবন, তোমায় অর্ঘ্য দিলাম। বুনোহাসের দলে আমি যেদিন তোমার দুরন্ত শৈশব, কৈশোর অতঃপর যৌবন দেখি সুন্দর আর সৌন্দর্য্যের সাধনায় আমি বুদ্ধ হতে চাইলাম তোমার সচেতন উপস্থিতি আমি ধারণ করেছি ধমনী শিরায়! তুমি এসেছিলে বলেই একাকিত্ব বিদেয় করেছিলাম কি স্তম্ভিত স্পর্ধায় তুমি এসেছিলে বলেই মজনু, ফরহাদ, দেবদাসেরা ইতিহাসে বর্তায় আজ তুমি এসেছো বলেই শত স্তুতি, সুখ আরতি, জমা হয় কবিতায়! আজ কোন ফুল নয় রক্ত-মাংস, বুক পেরিয়ে ঠান্ডা নদীর মতো দীর্ঘশ্বাস দিলাম নিছক শুভেচ্ছা নয় টলমল করে অমল পাপড়ির মতো ঝড়ে যাওয়া অশ্রু দিলাম হলুদ-লাল আর চঞ্চল বসন্তের প্রত্যাশা দিলাম কবিতায় দিলাম আজন্ম প্রবেশাধিকার! প্রেয়সী; শতায়ু হও দিয়ে যেও স্বপ্নের মতো উপসংহার!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।