আমাদের কথা খুঁজে নিন

   

কর্ণফুলীর তীর

www.adityaanik.com কর্ণফুলীর তীর আদিত্য অনীক এই যে নদী প্রমত্ত, জল এখানে অনেক গভীর ওপারে সল্টগোলা এপারে কর্ণফুলীর তীর। ওপারে সূর্য উঠে অনেক বেলায় ধুঁয়ার জালে এপারে ভোর বিহানে সূর্য উঠে খুব সকালে। ওপারে ব্যস্ত জীবন সড়ক বাতির হলূদ তাড়ায় এপারে চাঁদের তলায় সাদা জোছনা পাখনা ছড়ায় ওপারে আগুন দুপুর পথ গলে যায় চাকার পাঁকে এপারে শান্ত দুপুর বটের নীচে চুপটি শুয়ে থাকে। ওপারে অকাল সন্ধ্যা কালো ধুঁয়ায় অন্ধ হয়ে আসে এপারে আবীর ঝরা কুসুম আলো জলের চোখে হাসে। ওপারে নিপুন মুখোশ কোট-টাই আর বোরখা ঢাকা এপারে উদোম গায়ের দুধসাদা মন জোয়ার-ভাটা আঁকা। ওপারে ত্রস্ত সময় পাগলা কুকুর আতংক বেত কষে এপারে দুধেল সময় গাই এর পাশে বাছুর রসে বশে। ওপারে আমার বসত গেরস্থালী ইটের নকল হাসি এপারে কাঁটার মাঝে নীল শাহানা হঠাৎ দেখতে আসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।