আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক গণমাধ্যমে মুজাহিদের রায়

বাংলা আমার দেশ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের খবর স্থান পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামের খবরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এক শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতাকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। তার সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। ৬৫ বছর বয়সী মুজাহিদ একাত্তরে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হওয়ার যুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, অত্যাচার ও অপহরণের অভিযোগে অভিযুক্ত বলে এতে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের সংবাদ সংস্থা আল-জাজিরা বলে, বাংলাদেশের একটি আদালত দেশটির বৃহত্তম ইসলামী দলের এক সিনিয়র নেতাকে ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও অপহরণসহ তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়। পাঁচটির মধ্যে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্রিটিশ শীর্ষ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের শীর্ষ এক ইসলামী রাজনীতিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জামায়াতের ইসলামীর গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতনের অভিযোগ আনা হয় এবং সাতটির মধ্যে পাঁচটি অভিযোগে সাজা দেওয়া হয়। প্রসিকিউটরদের সূত্র দিয়ে বিবিসি জানায়, তিনি একটি সামরিক বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন, যাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের নেতা ও বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে।

‘বাংলাদেশ: বিরোধীদলের নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামের সংবাদে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল দেশটির একটি ইসলামী দলের সিনিয়র নেতাকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছে। রাজধানী ঢাকার এক জনাকীর্ণ আদালতকক্ষে আসামি আলী আহসান মুজাহিদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। একজন সাংবাদিক, একজন সুরকারসহ আরো অনেককে অপহরণ ও হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলে তাদের খবরে বলে, বাংলাদেশে প্রতিপক্ষের এক ইসলামী দলের নেতাকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ফাঁসির রায় দেওয়া হয়েছে। গণহত্যাসহ পাঁচটি অভিযোগে আলী আহসান মুজাহিদকে অভিযুক্ত করা হয়েছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্‌ফ নিউজ ‘যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামপন্থী নেতার ফাঁসি’ শিরোনামের সংবাদে জানায়, ৬৫ বছর বয়সী মুজাহিদকে পাঁচটি অভিযোগে সাজা দিয়েছে সমালোচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে হত্যা ও অপহরণও রয়েছে। এতে আরো বলা হয়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার জনাকীর্ণ এক আদালতকক্ষে তিন বিচারকের প্যানেলের উপস্থিতিতে বিচারপতি ওবায়দুল হাসান মুজাহিদ ‘গলায় ফাঁসি দিয়ে’ মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি নিউজ, মার্কিন ফক্স নিউজ, শিকাগো ট্রিবিউন, ভয়েস অফ আমেরিকা, ব্লুমবার্গ, ভারতের ডেকান ক্রোনিকেল, দ্য হিন্দুসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের খবর স্থান পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামের খবরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এক শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতাকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে।

তার সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। ৬৫ বছর বয়সী মুজাহিদ একাত্তরে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হওয়ার যুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, অত্যাচার ও অপহরণের অভিযোগে অভিযুক্ত বলে এতে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের সংবাদ সংস্থা আল-জাজিরা বলে, বাংলাদেশের একটি আদালত দেশটির বৃহত্তম ইসলামী দলের এক সিনিয়র নেতাকে ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও অপহরণসহ তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়। পাঁচটির মধ্যে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ব্রিটিশ শীর্ষ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের শীর্ষ এক ইসলামী রাজনীতিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জামায়াতের ইসলামীর গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতনের অভিযোগ আনা হয় এবং সাতটির মধ্যে পাঁচটি অভিযোগে সাজা দেওয়া হয়। প্রসিকিউটরদের সূত্র দিয়ে বিবিসি জানায়, তিনি একটি সামরিক বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন, যাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের নেতা ও বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে। ‘বাংলাদেশ: বিরোধীদলের নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামের সংবাদে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল দেশটির একটি ইসলামী দলের সিনিয়র নেতাকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছে। রাজধানী ঢাকার এক জনাকীর্ণ আদালতকক্ষে আসামি আলী আহসান মুজাহিদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

একজন সাংবাদিক, একজন সুরকারসহ আরো অনেককে অপহরণ ও হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলে তাদের খবরে বলে, বাংলাদেশে প্রতিপক্ষের এক ইসলামী দলের নেতাকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ফাঁসির রায় দেওয়া হয়েছে। গণহত্যাসহ পাঁচটি অভিযোগে আলী আহসান মুজাহিদকে অভিযুক্ত করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্‌ফ নিউজ ‘যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামপন্থী নেতার ফাঁসি’ শিরোনামের সংবাদে জানায়, ৬৫ বছর বয়সী মুজাহিদকে পাঁচটি অভিযোগে সাজা দিয়েছে সমালোচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে হত্যা ও অপহরণও রয়েছে। এতে আরো বলা হয়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার জনাকীর্ণ এক আদালতকক্ষে তিন বিচারকের প্যানেলের উপস্থিতিতে বিচারপতি ওবায়দুল হাসান মুজাহিদ ‘গলায় ফাঁসি দিয়ে’ মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এছাড়া অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি নিউজ, মার্কিন ফক্স নিউজ, শিকাগো ট্রিবিউন, ভয়েস অফ আমেরিকা, ব্লুমবার্গ, ভারতের ডেকান ক্রোনিকেল, দ্য হিন্দুসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.