আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সব্বাই এই ইস্টাইলে ইংরেজী শিখি.....!!! (একটি ক্ষতিকারক পোষ্ট )

মাল্টি নিকধারী জারজ ও ইসলামবিরোধী রামছাগল গুলোর প্রবেশ নিষেধ...। IELTS এর প্রস্তুতির জন্য মাল-মসলা গতরাতে নেটে খুঁজছিলাম। হঠাৎ করে একটা ফোরাম সাইটের "ফানি সেকশনে" ইংরেজী শেখার এই ফানি ইস্টাইলটা পেয়ে গেলাম!! কেমন জানি দেখেই চরম হাসি পেয়ে গেল!! সেই সাথে মনে হল ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও মজা পেতে পারেন!! নীচের অনুবাদগুলো দেখুন আর বলুন তো এই ইস্টাইলে ইংরেজী শিখলে কেমন হয়??!! ইস্টাইলটা যাদের কমন পড়বে, তারা পুরো পোষ্টটা না পড়েই ধৈর্য সহকারে পোষ্টটা ইগনোর করে যাবেন আশা করছি!!! অনুবাদ: জানালা খুলে দাও, বাতাস আসুক : Open the windows and let the air force come in. আমার আর ওর কথার মাঝে মাঝে তুমি কথা বল কেন ?? : I talk he talk why you middle middle talk ?? চলো একটু বাহিরে ঘুরে আসি : Lets rotate outside. আমার পিছে আমার নামে কথা বলোনা : Don't talk my name in front of my back. ভুল স্বীকার করো : Hunt your mistake. এই তোমরা তিনজন, গাছের নীচে দাড়িওনা : Both of you three, dont under-stand the tree. তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও : Marry your daughter. মেয়েটি (অবিবাহিত) নীচে দাড়িয়ে আছে = Miss under stand. অমাবস্যার চাঁদ = Moon under the sky. তোমার বাপের কি? - What is your Father? উড়ে এস জুড়ে বসা - Coming flying and sitting down. সতর্কীকরন: অনুবাদ গুলো পড়ার পরে কেউ যদি তার নিজের জীবনে সেগুলো প্রয়োগ করতে গিয়ে ধরা খায়, তবে সেইজন্য এই পোষ্টের লেখককে কোন ভাবেই দায়ী করা যাবেনা...!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।