আমাদের কথা খুঁজে নিন

   

আমি খাই বিরিয়ানী , ওরা তাকিয়ে দেখবে কেন ?

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতার সামান্য কস্টার্জিত লেখায় আবেদন ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা সূর্য কখনো আলো দেয়া থেকে বিরত থাকে না যতই ঝড় আসুক জীবনে টা এক সময় সেজেই উঠে আমি বলতে চাই সেরকমই কাহিনী , কিন্তু পারি না আমার চোখের সামনে অবিচার হলে নিজেকে ঠেকাতে পারিনা একদমই কিছু করতে না পারলে মন থেকেই ঘৃণা করি আমি তুচ্ছ মানুষ , একা আমার প্রতিরোধে তো আর সমাজ বদলে যাবেনা । রাস্তার পথশিশুগুলো অবহেলা, অনাহারে লাচাড় , নিঃস্ব বিবেক কখনো কখনো তাদের জন্য দু ফোঁটা অশ্রু ঝরাই আমি একা কতটুকুই বা করতে পারি তাদের জন্য , তবু একেবারেই যে করিনা তা নয় , দুহাত মেলে চাইতেও লজ্জা করেনা মাঝে মাঝে । রাস্তার এক পাশে এসে থামলো একটি গাড়ি , প্রাইভেট কার সম্ভবত গাড়ি থেকে নামলো বিদেশি কাপড়ে দেশি মেম , মুখখানা বিজ্ঞাপনসম দৌড়ে গিয়ে দুইটি গরীব বালক হাত পেটে কিছু চাইলো তার কাছে কিন্তু সে মুখ কুঁচকায় যেন রাস্তায় পরে থাকা কুকুরটাকে দেখছে ঘেউ ঘেউ করা সেই আওয়াজ তার কানেও বাজছে , সে তাই বাঁচতে চাইছে । আমি খালি দেখি আর আফসোস করি , দেশের মানুসিকতা কি এভাবেই নিত্য গাড়ির তলায় চাপাই পড়বে মন থেকে খালি উদ্ভট একটা কথাই আসে কেন জানি , আমি খাই বিরিয়ানী , ওরা তাকিয়ে দেখবে কেন ??  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।