আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় বললেই নাক সিটকায়!! বাংলা কি চুরি করা ভাষা??? রক্ত দিয়ে কেনা।

জাগো বাহে কোনঠে সবাই বাংলায় কিছু শব্দ আছে যা বললে বাঙালিরা নাক সিটকায়,যে বলে তাকে বলে অসভ্য, গাইয়্যা কিন্তু মজার আর অবাক বিষয় হলো সেই শব্দটায় ইংরেজিতি বললে কোনো উপমায় শুনতে হয় না।আমার কথা হলো ইংরেজি কি সেই শব্দটা অর্থ পালটে দেয়??? তাহলে আমরা বাংলায় বললে নাক কেন সিটকায়?? এর অনেক উত্তর আছে। বাংলা ভেতর ইংরেজি মিশিয়ে কথা বলাকে অনেকে আধুনিকতা ভাবে। শুধু মাত্র বাংলায় কথা বললে যে কত সুন্দর শোনা যায় তা তারা বুঝতে চাই না। পৃথিবীর অনেক শক্তিশালি ভাষা পরিভাষা ব্যবহার করা হয়। ভাষার এটা একটা বৈশিষ্ট্য। বাংলায় অনেক পরিভাষা আছে আমরা সেগুলো ভিতর সীমাবদ্ধ না তেকে ইংরেজি মিশিয়ে আধুনিক হতে চাই। তাইতো বাংলাভাষা কিছু শব্দ কে আমরা অরুচিকর মনে কারি। নচিকেতা তার এই গানে বাংলা শব্দ "বোকাচোদা" "পুটকি" শব্দ দুটি ব্যবহার করেছেন।অরুচিকর অসভ্য খারাপ লাগার কোনো উপকরণ কি এখানে কি আছে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.