আমাদের কথা খুঁজে নিন

   

সরোবরে স্বর্ণ মন্দির

বর্তমানে ভারতের যে স্থানে অমৃতসর অবস্থিত, শত বছর আগে সে স্থানটি জঙ্গলে ভরা ছিল। বনের মধ্যে ছিল একটি পুকুর। শিখদের চতুর্থ গুরু ‘গুরু রামদাস’এ স্থানে একটি গ্রাম প্রতিষ্ঠা করেন যার নাম ছিল ‘গুরুর চক’। আস্তে আস্তে এ গ্রামটি একটি শহরে পরিণত হয়। পরে এর নাম দেওয়া হয় ‘রামদাসপুর’।

১৫৮৯ সালে পঞ্চম গুরু শ্রী অর্জুন দেব এখানে একটি পুকুর তৈরি করেন। এর নামকরণ হয় ‘অমৃত সরোবর’। পরবর্তীতে শহরটির নাম হয় ‘অমৃতসর’। এখানে তিনি একটি স্বর্ণমন্দির নির্মাণ করেন। ১৬০১ সালে মন্দিরটির নির্মাণ কাজ সমাপ্ত হয়।

স্বর্ণমন্দিরটি অমৃতসরের গৌরব ছিল। শিখ ধর্ম ও ভক্তিরও অন্যতম কেন্দ্র ছিল এটি। মন্দিরটি ছিল দোতলা। মন্দিরটির গম্বুজ স্বর্ণখচিত। এই স্বর্ণমন্দিরের চারিদিকে চারটি প্রবেশ দ্বার রয়েছে।

সব ধর্মের লোক এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। কারুকার্যের পরম উৎকর্ষ এবং বিশালতার জন্য এ মন্দিরটি বিখ্যাত। স্বর্ণ মন্দিরটি সরোবরের মধ্যস্থলে ৬৭ বর্গফুট আয়তনের একটি প্লাটফর্মে নির্মিত। এই স্বর্ণমন্দিরটি ভারতে খুবই বিখ্যাত। সরোবরে উপাসনার জন্য আগত তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে এখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.