আমাদের কথা খুঁজে নিন

   

কানেকটিকাটে বাংলাদেশি মহিলারা এপার্টমেন্টের পাশে গড়ে তুলেছে চমৎকার সবজির বাগান

নিউ ইংল্যান্ড প্রতিনিধি :: কানেকটিকাটের ম্যানচেস্টারের বাংলাদেশি মহিলারা চলতি মওসুমে এপার্টমেন্টের পাশে গড়ে তুলেছে নানা রকমের শাক সবজির বাগান। শখের বাগানে উৎপাদিত শাক সবজি দিয়ে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশিদেরকেও তারা নানাভাবে সাহায্য করছেন। ম্যানচেস্টারের ব্রুক হ্যাভেনে বসবাসকারী বাংলাদেশি মহিলারা নিজেদের এপার্টমেন্টের পাশে শখের বসে গড়ে তুলেছেন নানা জাতের শাক সবজির বাগান। এসব বাগানে রয়েছে লাউ, কুমড়ো, বেগুন, টমেটো, আলু, করলা, শশা, মরিচ, পুইশাক, পাটশাক, ডাটাশাক, কঁচুশাক, লালশাক, ধনেপাতা ও পুদিনাপাতা। বাগানের পরিচর্যার জন্য তারা প্রতিদিন সকাল-সন্ধ্যা গাছে পানিও দিচ্ছেন।

এসব বাগানে বাঙ্গালীদের চোখ পড়লেই বাংলাদেশের সেই গ্রামীন স্মৃতির কথাই মনে করিয়ে দেয়। তাই অনেকেই থমকে দাঁড়িয়ে এক নজর তাকিয়ে থাকে এসব বাগানের দিকে। নিজেদের গড়ে তোলা বাগান প্রসঙ্গে বাংলাদেশি মহিলারা জানান, প্রতিবছরই তারা শখের বসে বাগান করে থাকেন। altবাগানে উৎপাদনকৃত শাক সব্জি দিয়ে শুধু নিজেদের চাহিদাই মিটছে না, প্রতিবেশিদেরও চাহিদা মেটাচ্ছেন। শখের বাগান গড়ে যারা প্রশংসিত হলেন তারা হলেন, তাহমিনা কাইয়ুম ছবি, সাফিনা করিম অনু, কৌশলী ইমা, সাগরিকা, ববিতা রোজারিও, কল্পনা পেরেরা, জয়া গমেজ ও জলি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।