আমাদের কথা খুঁজে নিন

   

ছান্দিক দৃষ্টি বিভ্রমঃ (মেগা পোস্ট) চোখের সমস্যা থাকলে ১০০ হাত দূরে থাকুন। তবে পোস্টের শেষে একটা পিয়ানো ফ্রি পাবেন!

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ ► আসল মজা পেতে ছবিগুলো পুরোপুরি লোড হবার পরে দেখুন। প্রথম বার একটু সমস্যা হতে পারে (আমারও হয়েছিল)। আবার চেষ্টা করুন। তৃতীয়বার ইজি লোড হয়ে যাবে।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ উপরে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কোনোটা মনে হবে ঘুরছে। কোনোটা এদিক থেকে ওদিকে যাচ্ছে। কোনোটা মনে হবে চারপাশে ছড়িয়ে পড়ছে। আবার কোনোটা স্থান পরিবর্তন করছে। কোনোটা আবার রঙ পরিবর্তন করছে।

কখনও মনে হবে ঢেউ খেলা করছে। কখনওবা ভীরুর মতো কাঁপছে। মনে হয় আকাশে কারো দেহ ফুটেছে কখনও মনে হবে কিছু মানুষ, আবার কখনও ছাদের রেলিং ------------------------------------------------------------------------------ পোস্টর ধারাবাহিকতায় এখন কিছু এ্যানিমেটেড পিকচার দিচ্ছি যেগুলো আসলেই চলমান। নিচে দেখুন:– ঘুরিতেছে বিন্দু ফুলিতেছে চক্ষু- ক্যাসপারস্কি'র এন্টিভাইরাসে ধরেছে- হিন্দি ফিল্ম 'রোবট' এর মাটি ছেদ করার যন্ত্র- গোলাপী বক্সের ধাক্কায় হলুদ বক্সের স্থায়িত্ব- সব কিছুই ঘুরছে- ছোট বিন্দু গুলো বড় গোলক ছেদ করে চতুর্ভূজ তৈরী- রোবট মুভিতে এইরকম একটা চিত্র দেখেছিলাম- বিন্দুর ঘুর্ণন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে- এইটা আরও দ্রুত- এইটা তো পুরাই পাংখা- চলিতেই থাকুক- ---------------------------------------------------------------------------------- আরও কিছু চিত্রঃ– মূলতঃ এইটা একটা সুডোকু পিয়ানো বাজাতে চান? হাতের ধারে নেই?? তাহলে নিচের ছবিতে ক্লিক করেন    ছবিগুলো কেমন হলো! জানাতে ভুলবেন না কিন্তু................. http://en.wikipedia.org/wiki/Optical_illusion

  লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছন্দময় চিত্র, ধাঁ ; প্রকাশ করা হয়েছে: চিত্রকল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...   [বিজ্ঞাপন] এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম : আপনার ই-মেইল আপনার বন্ধুদের ইমেইল মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/ikhtamin/29801137 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান ৯২টি মন্তব্য ১-৯২ ১. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭ মঈনউদ্দিন বলেছেন: ++++++++++++++++ ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭ লেখক বলেছেন: আপনার মুখ বন্ধ কেনো? অনেক ধন্যবাদ ভালো থাকবেন. ২. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০ বিডি আমিনুর বলেছেন: ছমেতকার +++++ ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮ লেখক বলেছেন: Thanks apner pro pic gontay koy bar change koren. অনেক ধন্যবাদ ভালো থাকবেন. ৩. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮ শান্তা273 বলেছেন: মাথা ঘুরতেছে! ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯ লেখক বলেছেন: আপনার মাথা ঘোরানোর জন্য আমি দুঃখিত. অনেক ধন্যবাদ ভালো থাকবেন. ৪. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১ আব্দুল মোমেন বলেছেন: অনেক ভাল লেগেছে।

আপনাকে ধন্যবাদ। ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০ লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভালো থাকবেন. ৫. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪ জহির উদদীন বলেছেন: দারুন...... ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১ লেখক বলেছেন: আপনার প্রো পিক টাও অসাধারণ অনেক ধন্যবাদ ভালো থাকবেন. ৬. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭ দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুরাই মেগা। আপনার কাজ বেশ ভাল, আগেই জানতাম। +++ ভাই! ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫ লেখক বলেছেন: বেলুন টা পুরাই ফাটাইয়া দিলেন এখন আমি কী করি? অনেক ধন্যবাদ ভালো থাকবেন. ৭. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯ নিয়েল ( হিমু ) বলেছেন: এই পোষ্ট PC ছাড়া দেইখা কিছুই বুঝব না সন্ধা পরে ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬ লেখক বলেছেন: ওকে. আমি সময় গুণতে থাকি. ভালো থাকুন. ৮. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪ যুবায়ের বলেছেন: চশমা পরি নাই তাই বুজবার পারতাছিনা...... ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১ লেখক বলেছেন: ভাই. আপনে তারাতারি ডাকতার আইজুর স্মরণাপন্ন হোন ৯. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০ একজন ঘূণপোকা বলেছেন: ধূর মিয়া আপ্নেরে মাঈনাস, মাথা ব্যাথা করে এইরম ফটুক দেখলে। ।

৩ নম্বার পিলাস টা কিন্তু আমি দিছি ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫ লেখক বলেছেন: তাহলে পাশের দোকানে গিয়ে আমার নাম বলে একটা আইসক্রিম খান। মাথব্যাথা ঠিক হয়ে যাবে। আমিও বুঝে পেয়েছি। ভালো থাকুন. ১০. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০ লিংকন১১৫ বলেছেন: পুরাই অস্থির ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮ লেখক বলেছেন: তাহলে আরও একটু স্থির হয়ে দেখুন অনেক অনেক ধন্যবাদ. ভালো থাকুন. ১১. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২ পরিবেশ বন্ধু বলেছেন: বড়ই আজব দৃশ্য অন্যরকম মনে হয় আসলেই অদ্ভুদ দেখতে লাগে বিস্ময় ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯ লেখক বলেছেন: হাহাহাাহ. আজব বটে. অনেক ধন্যবাদ. ভালো থাকুন. ১২. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮ আমি ব্লগার হইছি! বলেছেন: khub sundor!!! ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০ লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ. ভালো থাকুন. ১৩. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০ বোকামন বলেছেন: সম্মানিত ব্লগার, ১০ নং টি আগে দেখিনি ........... পোস্টে কৃতজ্ঞতা থাকলো ভালো থাকবেন ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১ লেখক বলেছেন: সম্মানিত বোকামন, আমি এই পোস্টের অনেক ছবিই আগে দেখিনি। অনেক অনেক ধন্যবাদ রইল. আপনিও ভালো থাকুন. ১৪. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮ জাওয়াদ তাহমিদ বলেছেন: মাথা ঘুরে ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১ লেখক বলেছেন: মাথাকে আমার কাছে পাঠাইয়া দেন. আমি ঠিক করে দিতেছি।

১৫. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬ অনীনদিতা বলেছেন: মাথা ঘুরছে। কি দেখালেন ভাইয়া ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭ লেখক বলেছেন: মাথা আরও ঘুরাইতে থাকো ১৬. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১ বাবলু বাবলু বলেছেন: অনেক ভাল লেগেছে। ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮ লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ. ভালো থাকুন. ১৭. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮ এম হুসাইন বলেছেন: কত্ত মজা......... পিলাস লন। ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪ লেখক বলেছেন: অনেক ধন্যবাদ. ভালো থাকুন. ১৮. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮ শিপু ভাই বলেছেন: নাইস!!! ++++++++++++++++++ ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬ লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাই. ভালো থাকুন. ১৯. ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক সুন্দর, ইখতামিন। ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯ লেখক বলেছেন: শুভ সকাল স্বর্ণাপু! সুন্দর হইলে বলেন- নিচের ছবিতে সাদা ফোটা কয়টা, আর কালো ফোটা কয়টা? ২০. ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪ ইখতামিন বলেছেন: পুরাই পাঙ্খা!!!! ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫ লেখক বলেছেন: তুমি অক্ষনও আপলোডাইতাছো ব্লগাররা তো লোড ই করবার পারতাছে না ২১. ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০ আশিক মাসুম বলেছেন: ভাল লাগলো তয় , আপ্নারে মাইর দেওয়া উচিৎ চোখের ১২ বাজছে ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫ লেখক বলেছেন: নেন।

এই দুইটা এ্যানিমেশন দেখেন। তাহলে চোখের পুরাই ১৪ টা বাজবে। ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬ লেখক বলেছেন: লন. আমার কালেকশানের শ্রেষ্ঠ এ্যানিমেশন ২২. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০ ব্লগার রানা বলেছেন: siram post ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬ লেখক বলেছেন: আপনে কেমনে বুঝলেন? আপনে তো পুরাপুরি লোড না হওনের আগেই কমেন্ট করসুইন আমার লগে বিটলামি. খাড়ান. দেহাইতাছি মজা. ভালো থাকুন. পারলে পুরোপুরি লোড হওয়ার পর একবার দেখুন. মজা পাবেন. ২৩. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০ নিরপেক্ষ মানুষ বলেছেন: নাহ্, আমার চোখ আলাদা। কিচ্ছুই ধরা পড়ে না ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০ লেখক বলেছেন: কারণ, আপনার চোখে সুন্দর চশমা আছে। অনেক ধন্যবাদ ভালো থাকুন. ২৪. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩ পেন্সিল চোর বলেছেন: ওমা!!!!!!!! মাথা ঘুরতে আছে আমার!! হেপনোটাইজ হইয়া জাইতাছি ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮ লেখক বলেছেন: মাথা আরও বেশি বেশি ঘুরান. তাহলে আরও বেশি বেশি পেন্সিল চুরি করতে পারবেন ২৫. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮ শায়মা বলেছেন: আমার একটা ডিনারসেট আছে! যেই থালা প্লেটে খেলে নাকি মানুষের মাথা ঘুরে যায়।

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩ লেখক বলেছেন: সেই ডিনারসেট আমি দেখেছি। বাট সেটার চেয়ে আমার এই ফডুক অনেক সুন্দর ২৬. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪ নিয়েল ( হিমু ) বলেছেন: হাহাহাহ ভাই দারুন জিনিস ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫ লেখক বলেছেন: এই লন. আপনেরে আরেকটা দিলাম. ২৭. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩ আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: মাতা গুরে ক্য ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮ লেখক বলেছেন: কারণ, আপনি গোলকধাঁধায় এসে পড়েছেন. ২৮. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮ ইখতামিন বলেছেন: নিচের ছবিটায় মনে হবে পুরো টেবিলটাই একটা ফ্লোর. ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯ লেখক বলেছেন: কিন্তু এইটা তো কিছুই বুঝবার পারতাছি না. ২৯. ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২ মামুন রশিদ বলেছেন: পেইজ লোডিং হইতে আধা ঘন্টা ছবি দেখে মজা পাইছি ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬ লেখক বলেছেন: পোস্ট টা দেওয়ার পর প্রথম বার আমারও এমন হয়েছিল. কিন্তু পরের বার থেকে ফ্রি হয়ে গেছে গ্যা অনেক খুশি হইলাম. অনেক ধন্যবাদ. ভালো থাকবেন. ৩০. ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯ আমি ব্লগার হইছি! বলেছেন: সব কয়টা ছবি আমার বউকে দেখালাম এক এক করে। এখন মাথায় হাত দিয়ে বসে আছে। তার নাকি মাথা ঘুরে অবস্হা খারাপ। ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮ লেখক বলেছেন: হায় হায় কন কী... তারাতারি মাথায় পানি ঢালেন ৩১. ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫ আশিক মাসুম বলেছেন: আপনেরে মাফ কইরা দিলাম, ভাই পিয়ানু টা যার পর নাই ভাল লাগছে , ১ কুটি থেঙ্কু ।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৪ লেখক বলেছেন: তাহলে আরও নেন. ৩২. ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৪ আমিই মিসিরআলি বলেছেন: কি দেহাইলেন ভাই, সবই দেহি ধান্দা লাগতাছে++++++++ ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৫ লেখক বলেছেন: কারণ, আপনিই মিসির আলি আপনাকে দেখবেন???????? তাহলে দেখেন ভালো থাকুন. ৩৩. ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭ লাবনী আক্তার বলেছেন: khub sundor picture. তবে আমার চোখের ১৩ টা বেজে গেছে। ভাবছিলাম ২০০ হাত দূরে থাকমু কিন্তু পারি নাই। ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫ লেখক বলেছেন: তাহলে আরও এক ধাপ এগিয়ে যান. মানে ১৪ টা বাজিয়ে দেন। অনেক অনেক ধন্যবাদ. ভালো থাকুন. ৩৪. ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬ এরিস বলেছেন: আমাকে কেউ একগ্লাস ঠাণ্ডা পানি দাও ভাই। ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬ লেখক বলেছেন: এই নেন. ঠান্ডা পানি খান. ৩৫. ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১ গিয়াসলিটন বলেছেন: See 7no comment. ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪ লেখক বলেছেন: ok. fine ৩৬. ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯ গিয়াসলিটন বলেছেন: মাথা চক্কর দিতেছে , কে কোথায় আছিস আমাকে ধর ! ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭ লেখক বলেছেন: ভাই. আমিই আপনাকে ধরলাম. আস্তে আস্তে সুস্থ হয়ে বসুন. সব ঠিক হয়ে যাবে।

৩৭. ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০ হাসান মাহবুব বলেছেন: অনেক কষ্টে পুরাটা লোড হৈল। দশ নাম্বার প্লাসটা দিলাম। ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০ লেখক বলেছেন: হাসান ভাই. আমি ধন্য হয়ে গেলাম। ৩৮. ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪ সেলিম আনোয়ার বলেছেন: sundor valo laglo ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩ লেখক বলেছেন: অনেক অনেক ভালো লাগলো. ভালো থাকুন. শুভ কামনা রইল সব সময় ৩৯. ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০ স্পাইসিস্পাই001 বলেছেন: কি আর বলব পুরাই চোখনষ্ট..... +++++++++++ ধন্যবাদ..... ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২ লেখক বলেছেন: তাহলে আরেকটু নষ্ট করেন ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩ লেখক বলেছেন: আরও একটু ........ ৪০. ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০ সেলিম আনোয়ার বলেছেন: valoi holo ontoto akta piano pawa gelo..sundor gift ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪ লেখক বলেছেন: এই নেন. এইটা একটা ফালতু গিফট ৪১. ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১ সেলিম আনোয়ার বলেছেন: valoi holo ontoto akta piano pawa gelo..sundor gift ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫ লেখক বলেছেন: চাইলে এইটাও রাখতে পারেন. ৪২. ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭ স্পাইসিস্পাই001 বলেছেন: চোখের সাথে সাথে মাথাও হ্যাং হয়ে যাচ্ছে..... ইখতামিন ভাই এবার রিস্টার্ট মারেন....রিস্টার্ট মারার আগে এই লন আইসক্রিম.... ধন্যবাদ ..... ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২ লেখক বলেছেন: আপনি তো আমাকে একটা আইসক্রিম দিয়েই চলে গেছেন. বেঁচে গেছেন. কিন্তু রিস্টার্ট দেবার পর তো আমার বারোটা বেজে গেছে. এসে দেখি কঠিন মারামারি হচ্ছে। ৪৩. ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬ সেলিম আনোয়ার বলেছেন: jhgra badhiay dilen? ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০ লেখক বলেছেন: Tahole Eita dekhen ৪৪. ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭ আমি তুমি আমরা বলেছেন: পুরাই চোখনষ্ট..... ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২ লেখক বলেছেন: many many thanks bro ৪৫. ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০ *কুনোব্যাঙ* বলেছেন: আমার মত কচ্ছপ গতির থুক্কু শম্বুক গতির নেট ইউজারদের জন্য এই পোষ্ট না ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩ লেখক বলেছেন: kemon achen? asha kori onneeeek valo asen.. valo thakun   আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।