আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে ঈদ মোতালেব (মোবারককে না বলুন)

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা মোবারক নামে আমার এক বন্ধু ছিল। ‘ছিল’ বলিলাম এর অর্থ এই নয় যে সে মারা গিয়াছে। মোবারক সহজে মরিবে বলিয়া অনুমান হয়না। লোকের হাড়-মাংস আরো কিছুদিন জ্বালাইতে ওপর ওয়ালা তাহাকে আরো কিছুদিন রাখিবেন। দোজখের সামানা ভারী বানাইতে হইবে যে।

যাই হোক ‘ছিল’ বলিলাম এই কারণে যে মোবারক কে আর আমার বন্ধু ভাবিতে প্রবৃত্তি হয় না। এরকম মিথ্যুক চশমখোরকে বন্ধু বলিলে স্বয়ং ইবলিশ শয়তান ঈর্ষান্বিত হইবে,কুপিত ও হইতে পারে। যাই হোক মোবারকের ঘটনা বলি । ব্যাটা কিছুদিন আগে আমার হাতে পায়ে ধরিয়া বলিল“ বন্ধু হাজার পাঁচেক টাকা হইবে” ? শুরুতেই না বলিলে ভাল হইতো, তবে এটা আমার দোষ,সহজে না বলিতে পারিনা। আমি তাহাকে জিঞ্গাসা করিলাম কেন বন্ধু? টাকা দিয়া কি করিবে? সে যাহা বলিল তাহার অর্থ এই যে তাহার বান্ধবী (যাহার সাথে সম্পর্কের বয়স তিন মাস যদি ও এই লাইনে তাহার অভিজ্ঞতা প্রয় দেড় যুগের) শপার্স ওয়ার্ল্ডের একটি ড্রেস পছন্দ করিয়ছে।

সিরিয়ালের কোন এক নায়িকার নামে ড্রেসের নাম(মনে করিতে পারিতেছিনা)। সেই ড্রেস না হইলে মোবারকের পরিণতি মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনী মোবারকের মত হইবে। বন্ধু আমার নামে মোবারক হইলেও স্বভাবে চিরদিনই আসিফ জারদারী এবং হুমু এরশাদের সার্থক কম্বিনেশন। তাই আমার কাছে আসিয়া এই আবদার। আমি ফিরাইয়া দিতে পারিলাম না।

ভাবিলাম বিষয়টা মানবিক। দুটি অবুঝ হৃদয়ের ভালবাসাবাসি ইহার সহিত জড়িত। আমি তাহাকে টাকা ধার দিলাম এবং বলিলাম শবে কদরের আগে এই টাকা ফেরত দিতে হইবে ইহাই শর্ত,আলী কদর (আমার কলিগ) স্বাক্ষী রহিল। মোবারক মানিয়া লইল। অথচ বিধি বাম।

শবে কদর গত হইল, আলী কদর ঈদ করিতে ছুটি লইয়া বরিশাল গেল। আজ চাঁদ রাত ও অতিক্রান্ত প্রায় অথচ মোবারকের পাত্তা নাই। মোবারক বন্ধু নামের কলংক। এদিকে পয়সার অভাবে আমি খাসির মাংস কিনিতে পারি নাই, বউয়ের বেজার মুখ দেখিয়া দিনাতিপাত করিতেছি আর মোবারক তাহার মোবাইল ফোনের সিম পাল্টাইয়া দিব্যি বিলকিস বেগমের সাথে পার্ট লইতেছে। ভাবিলেই কলিজায় প্রদাহ হইতেছে।

এরই মাঝে মোতালেব নামক আমার এক সদাশয় দুবাই ফেরত বন্ধু আমাকে এই বিপদ হইতে রক্ষা করিয়াছে। সে আমাকে কিছু টাকা ধার দিয়াছে। যা দিয়া আমি এই ঈদের বৈতরণী পার হইতেছি। দুনিয়াতে এখনো ভালমানুষ আছে! প্রিয় ভায়েরা আপনারাই বলুন এই অবস্থায় আমি কি করিয়া সকলকে ঈদ মোবারক বলি। এ প্রতারকের নাম উচ্চারণ করিলে যে আমার ঈদটাই মাটি হইবে।

তাই আমি সিদ্ধান্ত লইয়াছি আজ ঈদ মোবারক নয় বরং সকলকে ঈদ মোতালেব বলিব। সবাইকে ঈদ মোতালেব। (বিঃ দ্রঃ) সকল মোবারক এক নহে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.