আমাদের কথা খুঁজে নিন

   

চমক লাগানো মন্ত্রিসভা

আমার একটা সমস্যা হচ্ছে আমি আমার লেখার কোন লিংক দিতে পারিনা। কাগজপত্র পড়ে কিছু কিছু কথা মনে থাকে, তার উপর কিছু লিখি এবং নিশ্চয়ই তা উচ্চমানের নয়। আমার যতদুর মনে পড়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রি মন্ত্রিসভা গঠনের আগে বলেছিলেন 'চমক আছে'। সন্দেহ নেই মন্ত্রিসভার সদস্যদের নাম দেখে চমকে উঠেছিলাম। দেশে এবং আওয়ামী লিগে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা এবং প্রজ্ঞাসম্পন্ন লোকের অভাব নাই।

কিন্তু মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই দ্বিতীয় পর্যায়ের মানসম্পন্ন। তারা যথেষ্ট দক্ষ নন। এটা প্রমাণিত। কিছু মন্ত্রি লজ্জাজনকভাবে নিম্ন মানসম্পন্ন। প্রধানমন্ত্রি দেশের স্বার্থে তাদের সম্পর্কে চিন্তাভাবনা করবেন এরকম ভাবনা দেশের নাগরিক হিসাবে আমরা করতেই পারি।

যদি প্রধানমন্ত্রি এরকম চিন্তাভাবনা না করেন তাহলে আমাদেরকে কিছু বলতেই হয় এবং আমরা নাগরিক হিসাবে যে এটা পছন্দ করছি না সেটা তাকে জানাতে হয়। এজন্যই জনাব মকসুদ যে উদ্যোগ নিয়েছেন সেটা দেশের জন্য জন্য ভালো হবে। আমি আশা করি আমাদের অসন্তোষ জানানোর জন্য জনাব মকসুদের আহ্বানে আমাদের সাড়া দেয়া উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।