আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ এখনো আসে। আসমানের ফিরোজা পর্দা চিরে

আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল ঈদ এখনো আসে। আসমানের ফিরোজা পর্দা চিরে এখনো ঈদের চাঁদ গ্রহ-তারার মাহফিল জমিয়ে তোলে।সেখানে শোনা যার নিজ্‌ঝুম নিশিপবনের নিশ্বাস, চারদিক থেকে ছুটে আসে হাসনাহেনার সুবাস,কোটি সেতারার কীলকরুদ্ধ স্বর্ণজ্যাোতিময় কোলাহল; ঈদের রাত মানেই প্রেমনহরের ঊর্মিতে সবাই মাতোয়ারা।কিন্তু সেই মাতোয়ারা মজমায় যখন ধূলির ধরণীর ক্রন্দন, হাহাকার-দীর্ঘশ্বাস আর পশুর উল্লাস আছড়ে পড়ে, তখন ঈদের চাঁদ আচ্ছাদিত হয়ে যায় মেঘের কালো চাদরে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।