আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহের রিকশা ভাড়া একাল-সেকাল

স্কুল লাইফের অনেকটা সময় আমার কেটেছে ময়মনসিংহে । ছোট শহর। তবে নেত্রকোণা,শেরপুর,কিশোরগঞ্জের তুলনায় বড় এবং অনেক জমজমাট। স্কুল-বাসা-প্রাইভেট এ আসা যাওয়ার জন্য হাঁটার পাশাপাশি আমার ভরসা ছিল রিকশা । আমাদের বাসা ছিল মিণ্টু কলেজের দিকে।

মেডিকেল,টাউন হল,কলেজ রোড,ব্রিজ যেতে ৪-৫ টাকার বেশি লাগত না প্রথম দিকে। ২টাকা ৩ টাকায় রিকশা আমি চড়েছি। ময়মনসিংহ ছাড়ার সময় এগুলো ৮-১০ টাকা দেখেছিলাম । দরদাম করে তাও কমানো যেত। তুলনামূলক দূরে শম্ভুগঞ্জ বা কাঠগোলা বা আকুয়া যেতে ১৫ -২০ টাকা লাগত।

উচ্চ শিক্ষার খাতিরে ৮ বছরের মত ঢাকায় আছি । ফ্যামিলি ঢাকাতে স্থায়ী হওয়াতে ময়মনসিংহ যাওয়া কমেছে অনেক । এবার ময়মনসিংহ এসে রিকশা ভাড়া শুনে টাশকি খেলাম । মেডিকেল থেকে গাঙ্গিনার পাড় ২০ টাকা চাইল । ১৫ তে নামালাম দরদাম করে।

ঈদগাহ থেকে চরপাড়া চাইল ৩০ টাকা । ঢাকাতে ভাড়া অনেক বেড়েছে । কেউ কেউ ৮০ টাকা দিয়েও ঢাকাতে আজকাল রিকশায় চড়ে। আমি ৫০ টাকা দিয়ে চড়তে বাধ্য হইছি ঠেকায় পরে। কিন্তু আমি জীবনে ভাবি নাই ময়মনসিংহে শহরের মধ্যে আমাকে ৩০ টাকাতে যাওয়া আসা করতে হবে ।

৮ বছরে ৮-১০ টাকা থেকে ভাড়া ৩০ টাকা হয়ে গেল ? দ্রব্যমূল্য বৃদ্ধির এত কুপ্রভাব !!! ভাবছিলাম পড়াশোনা শেষে ঢাকা ছেড়ে দিয়ে ময়মনসিংহ বা অন্য কোন মফস্বল শহরে চলে যাব । এরকম হলে তো বিপদ । অন্যান্য মফস্বল শহরের মত এখানেও দেখলাম ব্যাটারি গাড়ি । এরা জনপ্রিয় রোডগুলো ছাড়া চলে না । এদেরও সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ।

সম্ভবত সেদিন বেশি দূরে নয় যেদিন এরাও ২০-৩০ টাকা সর্বনিম্ন ভাড়া হিসেবে দাবি করবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.