আমাদের কথা খুঁজে নিন

   

‘দরদের কারণেই খালেদা চুপ’

বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “ট্রাইব্যুনাল ছয়টি রায় দিয়েছে- খালেদা জিয়া নীরব কেন? কেন প্রতিক্রিয়া নেই? তার এই অবস্থান চরম সুবিধাবাদী অবস্থান। খালেদা জিয়া আর তার দল যদি ক্ষমতায় আসে তবে যুদ্ধাপরাধীরা ছাড়া পেয়ে যাবে। ”
“তাদের (দণ্ডিত যুদ্ধাপরাধী) প্রতি দরদের জন্যই খালেদা জিয়া চুপ আছেন। ”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয়টি মামলার রায় দিয়েছে, যাতে বিএনপির শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ দলটির চার নেতার ফাঁসির আদেশ হয়েছে।
শরিক দলটি রায় ও রায়ের দিন হরতাল ডাকলেও কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।


‘অপপ্রচার-ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনা সভায় নাসিম রায় বাস্তবায়নের জন্য আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান।
নাসিম বলেন, “বিএনপিকে ভোট দেবেন না। যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করতে আবার মহাজোটকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। ”
“এক মেয়াদে পৃথিবীর কোনো সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না। আওয়ামী লীগের পক্ষেও সম্ভব নয়।

আমাদের ভুল-ত্রুটি আছে। সেগুলো সংশোধন করছি। সে কারণেই লিমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যহার করা হয়েছে। ”
অবশ্য গত ১৪ জুলাই সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই  যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন শুরু হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, “চার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আম গেছে আর গাজীপুরে গেছে ছালা।


সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের জন্য দলের নেতাদের দায়ী করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এই সহ-সভাপতি।
তিনি বলেন, “মুজিব কোট গায়ে দিয়ে বড় বড় কথা বলেন। কর্মীদের সাথে সম্পর্ক নেই। নেতারা কর্মীদের সাথে দেখা করেন না। এভাবে চললে আওয়ামী লীগের ভরাডুবি হবে।

আওয়ামী লীগের পালে এখন হাওয়া নেই। একটু সাবধান হতে হবে। ”
মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অগ্রণী ব্যাংকের পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াহিয়া জামান প্রমুখ বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.