আমাদের কথা খুঁজে নিন

   

মিল্কিওয়েতেই আছে হীরক গ্রহ!

সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই রয়েছে এমন একটি গ্রহ যেটি আস্ত একখণ্ড হীরা। গবেষকরা বলছেন, এটিই সম্ভবত এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড়ো পাথর বা হীরকখন্ড। খবর ডেইলি মেইল-এর। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার-এর গবেষকরা এই হীরার তৈরি গ্রহটির সন্ধান পেয়েছেন। এটি পৃথিবী থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরের সার্পেন বা সর্পিল নক্ষত্রমণ্ডলে অবস্থিত।

গবেষকরা জানিয়েছেন, গ্রহটি আকারে পৃথিবী থেকে ৫ গুণ বড় এবং ঘনত্বে প্রায় বৃহস্পতি গ্রহের সমান। এটি মুলত অক্সিজেন এবং কার্বন দিয়ে তৈরী। অস্ট্রেলিয়া, জার্মানী, ইটালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা সম্মিলিতভাবে এ গ্রহটির খোঁজ পেয়েছেন। এজন্য ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ার একটি রেডিও টেলিস্কোপ, যুক্তরাজ্যের একটি রেডিও টেলিস্কোপ এবং হাওয়াই এর একটি টেলিস্কোপ। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সায়েন্স’ সাময়িকীতে।

গবেষকরা বলছেন, হীরার এ গ্রহটি একটি পালসারকে কেন্দ্র করে ঘুরছে। পালসার মূলত ছোট আকারের তারা যেগুলো ঘুরতে পারে। পালসারের পরিধি হয় ১২ মাইল। এগুলি থেকে রেডিও তরঙ্গ বের হয়। আর এ তরঙ্গ বিশ্লেষণ করেই গবেষকরা এ হীরক গ্রহটির সন্ধান পেয়েছেন।

গবেষকরা এ পালসারটির নাম দিয়েছেন ‘পিএসআর জে ১৭১৯-১৪৩৮। ’ গবেষকরা আরো জানিয়েছেন, ‘পিএসআর জে ১৭১৯-১৪৩৮ নামের এ পালসারটিকে কেন্দ্র করে ঘুরতে থাকা হীরার গ্রহটি হয়তো কোনো মৃত পালসারেরই পরিবর্তিত রূপ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.