আমাদের কথা খুঁজে নিন

   

আ.লীগ ক্ষমতায় আসলে জনগণ কিছু পায়: কৃষিমন্ত্রী (আমিতো কিছুই পেলাম না, আমি কি জনগনের অন্তর্ভুক্ত নই ?!)

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ কিছু পায় মন্তব্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা যা পাই, তা দিনের আলোতেই জনগণকে দিয়ে দেই। ’ শনিবার দুপুরে শেরপুরের নকলা হাইস্কুল মাঠে দুঃস্থদের মাঝে ভিজিএফ-এর চাল এবং থ্রি-পিচ ও শাড়ি বিতরণকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের মানুষ কিছু পায়। অন্যরা ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হয়। এ সময় জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন, নকলা পৌর মেয়র মোকলেছুর রহমান তারা, ইউপি চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

গত আড়াই বছরে আপনারা কিছু পেয়েছেন কিনা জানি না, তবে আমি যা হারিয়েছি তা বলে শেষ করা যাবে না। তারপরও কিছু ফিরিস্তি না বল্লে মনের দুঃখ আর মনে রাখতে পারবনা -- ১. শেয়ার মার্কেটে ৫০০০০০ টাকার হদিস পাই নাই। ২. ভাল কিছু করার আশায় পড়ালেখা করে বেকার ঘুরতে ঘুরতে আর উপায় না দেখে বন্ধু-বান্ধব আর আত্নীয় স্বজনদের কাছ থেকে ধার করে নিয়েছিলাম টাকাগুলো। বি.দ্র.- টাকা হারিয়ে এখন বন্ধুদের দেখলে মুখ লুকিয়ে থাকি, আর আত্নীয়দের বাসায় যাওয়া বন্ধতো সেই কবে থেকে। ইতিমধ্যে সিম পাল্টেছি পাচবার।

৩. একদিন বাসায় ফিরার পথে আমার কথ বলার একমাত্র সেলুলার ফোনটি দাদারা নিয়া গেছে। ৪. একই দিনে পকেটের মানি ব্যাগ, সাথে এটিএম কার্ড, গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট (মানি ব্যাগে যা থাকে আর কি), সাথে আমার প্রিয়ার একখানি ফটো। ৫. সবশেষে চড়ম অস্থিরতা পূর্ণ জীবনে আমাকে একা ফেলে আমার প্রিয়া এখন অন্য ঘর সাজাতে ব্যস্ত। বেশি কিছু বল্লামনা, যেগুলো না বল্লেই নয় তার কয়েকটা তুলে ধরলাম। আসলে স্বরামন্ত্রীর কথা শুনে কি করব বুঝতে পাড়ছিনা।

তাই নিজের হিসাব করতে বসে পড়লাম। সাধারন জনগন কিছু পেল, আমি হাবা এতকিছু হারালাম। তাহলে মনে আমি সাধারন জনগনের অন্তর্ভুক্ত নই। আপনারা কেউ সাধারন জনগনের মধ্যে পড়েছেন কিনা, জানাবেন। অন্তত আপনাদের টা শুনে মনকে শান্তনা দেই।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.