আমাদের কথা খুঁজে নিন

   

মেহেরপুর- ১ আসনে আলীগ, ২ এ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মেহেরপুর দুটি সংসদীয় আসনের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। মেহেরপুর ১ (সদর-মুজিবনগর) নির্বাচনী  এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল ৫৩ হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রাথী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৯৯২ভোট।

মেহেরপুর-১ আসনের মোট ভোটার ২ লাখ ৪৮ হাজার ৩৪০ জনের মধ্যে নারী ১ লাখ ২৫ হাজার ১৯৬  জন ও পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ২৪৪ জন।

অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৫০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ খালেক নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৪৮৯।

সংসদীয় এলাকা মেহেরপুর-২ (গাংনী) মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩০২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার ১৬৫ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ১৩৭ জন।

এর আগে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে মেহেরপুরের দু’টি আসনের নির্বাচন সমাপ্ত হয়েছে। সকাল ৮ টায় ভোট শুরু হয়ে এক নাগাড়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

সংসদীয় দু’টি আসনে ২ টি পৌরসভা সহ ১৮ ইউনিয়নে ১৩৯ টি গুরুত্বপূর্ণ ও ৩৯ টি সাধারণ ভোট কেন্দ্রসহ ১৭৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।

আসন দুটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬৪২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৪০৯ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ২৩৩ জন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.