আমাদের কথা খুঁজে নিন

   

অনিয়মই যেখানে নিয়ম!! (৫)

(ছবিটা আজ তুলেছি এলিফ্যান্ট রোডের মাথা থেকে, সারা শরিরে মাছের আইশ এর মত ফেটে গেছে। যে কেউ দেখলে আৎকে উঠবে) উপড়ের ছবিটি দেয়ার জন্য আমি দুঃখিত, আসলে এই অনিয়মটা নিয়ে বহুদিন ধরে লিখবো লিখবো করেও লিখছিলাম না। লিখলেতো ছবি দিতে হবে। ছবিতেই আপত্তি। ছবি তুলতে গিয়ে না আবার পেছনে কোন সমস্যায় পরি।

হ্যা এ ধরনের রোগীদের ভিক্ষা করতে আমারা রাস্তায় প্রায়ই দেখি, কখনো ব্যস্ত ফুটপাতে আবার কখনোবা ওভার ব্রীজে। তকতকে ঘা, সারা শরির ফোলা, সারা শরিরে কুষ্ঠ, পা ফোলা (ফাইলেরিয়া), নানা রোগকে সম্বল করে ব্যবসা করায় এদের এক ধরনের লোক। রাস্তায় স্কুলগামী বাচ্চারা দেখে আৎকে ওঠে, সাধারন মানুষেরও এ রোগ নিয়ে ভয়। ( একজন ভিক্ষা দিচ্ছে) লোকজন দয়াপরবেশ হয়ে যা দেয় তা যদি ওরা ঠিক পেতো তাহলে চিৎকসা সম্ভব হতো। কন্তু দিনশেষে ওদের প্রাপ্তী যৎসামন্য।

কিছুদিন আগে RAB ওদের আস্তানায় হানা দিলে ভিক্ষুক ব্যবসার নানা অজানা কাহীনি বেরিয়ে আসে। যদিও আমি ব্যক্তিগত ভাবে অন্ধ আর একদম কর্মক্ষমহীন হাত পাতলে দেই। এছারা সারা বছরই তাদের কাছে মাফ চাইতে চাইতে জীবন ওষ্ঠাগত। রোজার মাসে তো মাফ চাইতে চাইতে গলা শুকিয়ে আসে , এ সময় ঢাকায় ভিক্ষুক আগমন চরম আকার ধারন করে। মফস্বল থেকে বেশি আয়ের ধান্দায় সবাই দল বেধে ঢাকা আসে, তাদের চাওয়ার ভঙ্গি আর চেহারা দেখেই বোঝা যায় তারা সিজনাল।

(টাকাও উঠছে বেশ! এদের যদি আইন শৃংখলা বাহিনী ধরে শেল্টার হোমে দিতো এবং চিকিৎসা করাতো তাহলে হয়তো সুস্থ জীবনে ফিরতে পারতো। কিন্তু শুনেছি ভাগ বাটোয়ারায় পুলিশ বাহিনীও জড়িত!) ভিন্ন ভিন্ন যায়গায় ভিক্ষার ধরনও ভিন্ন যেমন প্রিয়জনকে নিয়ে পার্কে বসে আছেন এমন সময় ফুলের মালা, আর ফুল নিয়ে বাচ্চারা হাজির এসেই ডায়লোগ দিবে ইসস্ ভাবিটা যা সুন্দর, মানাইছে খুব, ভাবিরে ফুল কিন্না দেন। পড়লেন তো মাইনকা চিপায়। ঝাড়ি দিবেনতো গার্ল ফ্রেন্ড এর চোখ রাঙ্গানী আচ্ছা আমায় কেউ সুন্দর বললে কি তোমর সহ্য হয় না। ওরা কিন্তু ৫-১০ টাকা নিবে না মিনিমাম পঞ্চাশ টাকা।

এভাবে ভিক্ষুকদের দৌরাত্ব ব্যপক। তা শেরাটন মোড় বলেন আর আপনার বাসার সামনের চিপা গলিতে বলেন,সকল যায়গায় এদের আনাগোনা। অনেকে ভিক্ষা করে গাড়ী বাড়ি করেছেন! মরার পরে পকেটে পাওয়া যাচ্ছে লাখ টাকা। তাই আসুন সচেতন হই, সচেতন করি ভিক্ষা দেয়ায়। পড়ে আসতে পারেন আগের অনিয়ম নিয়ে পোষ্টগুলোঃ সি এন জি পাকিং নিয়ে, অনিয়মই যেখানে নিয়ম (১) পিতা-মাতার দল! অনিয়মই যেখানে নিয়ম (২) যত্র তত্র গাড়ী পাকিং নিয়ে, অনিয়মই যেখানে নিয়ম (৩) পীরের নামে বক্স বানিয়ে ধান্দাবাজী, অনিয়মই যেখানে নিয়ম (৪)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।