আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী ........ আপনাকেই বলছি।

আমি মানুষের সেবা করতে চাই। আজ আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন, যে যারা কোটা বিরোধী আন্দলন করেছে তাদের নাকি সরকারি চাকুরি দেওয়া হবে না। এইটা কি আপনার নর্বাচনী ওয়াদার লঙ্ঘন নয়??? কারন আপনি নির্বাচনের আগে দেশবাসীর কাছে ওয়াদা করেছিলেন যে, ঘরে ঘরে চাকুরি দিবেন? কিন্তু সেইটা তো আমরা দেখেতে পাই না...... কারন আপনার মন্ত্রীরা নির্দেশ দেয় যেন ছাত্রলীগ, যুবলীগ বা যারা আওয়ামীলীগের সাথে জরিত কেবল তাদেরই চাকুরি দেওয়া হেব। একটি স্বাধীন দেশে এইটা কেমন কথা বা আচরণ? এর জন্যই কি আপনাকে জনগন বিগত জোট সরকারের দুঃশাসন হতে রক্ষার জন্য ভোট দিয়ে প্র্রধানমন্ত্রী বানিয়েছে? ** আপনি সংবাদ সম্মেলনে বললেন যারা (কোটা বিরোধী আন্দলন) ভাংগচুর করেছে তারা যখন প্রশাসনে চাকরি নিয়ে আসবে সেখানেও তারা ভাংচুর করবে? এখন আমার প্রশ্ন, ছাত্রলীগ গত সারে ৪ বছর ধরে যে তান্ডব ছালিয়েছে দেশ জুরে এবং আগামীতেও চালাবে। তাহলে তারা কিভাবে চাকরি পায়? যারা এম.সি কলেজের ছাত্রাবাসে আগুন দেয়, চট্রগ্রামে টেন্ডার বাজির সময় নিরিহ এক শিশু নিহত হয় যাদের কারনে এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একই ভাবে অপর একটি নিশ্পাপ বাচ্চা মারা যায়.......... এই রকম আরো অসংখ্য ঘটনা আছে.... মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিন্তু জাতীর জনকের কন্যা সুতরাং তার মতই হতে হবে আপনার রাজনৈতিক দূরদর্শিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.