আমাদের কথা খুঁজে নিন

   

ভাগফল শূণ্য

নিজকে আজও আবিষ্কার করতে পারিনি। ক্লান্ত তুমি ,ক্লান্ত আমি, জীবনের পথে । খোলা প্রাপ্তির খাতা দেখ, শূণ্যের সমাহার । হতাশা কিংবা গ্লানি যাইবল, শুধু তিক্ততা । আশা অন্ধকার নিরাশার কালিতে, তবু আবারও আশা, ঘুরে ফিরে ঘোর অন্ধকার । স্বপ্ন ছেয়ে গেছে দুঃস্বপ্নের আঁধারে, স্বপ্ন দেখার স্বপ্ন, দুঃস্বপ্নে বিলিন । সুখের সাগরে ,দুঃখের বালুচরে, সুখের নির্বাসন । বন্ধকি স্মৃতির, মুক্তি মিলেনি অশ্রূধারায়, বেদনার হয়নি ছুটি, জীবনের কাধে পড়েছে সব জীবনও এক গাধা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.