আমাদের কথা খুঁজে নিন

   

কি বলবেন "Out Law' নাকি "Hero" ???

। । । । ।

। । । । ।

। । ##Phoolan Devi: killed 22 men as a revenge for being gang-rapedঃ ফুলন দেবি,যাকে বলা হয় "The Bandit Queen".ফুলন দেবীর জন্ম ১৯৬৩ সালে ভারতের উত্তর প্রদেশে এক নিম্ন গোত্রের পরিবারে। ১১ বছর বয়সে বিয়ে হয় তার থেকেও তিন গুন বেশি বয়সের একজনের সাথে। কিন্তু বিয়ে না টিকলে সে পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তারপর থেকে একের পর এক হয়রানি হতে থাকে উচ্চ বর্ণের সমাজের লোকদের দ্বারা। ১৯৭৯ সালে তাকে আটকে রাখা হয় বেহমাই নামের উচ্চ বর্ণের ঠাকুরদের গ্রামে। সেখানে সে প্রত্যেক রাতে এক দল ঠাকুরদের লোক দ্বারা ধর্ষিত হতে থাকে প্রায় দুই সপ্তাহ। তারপর সুযোগ বুঝে বুঝে পালাতে পারে তৃতীয় সপ্তায়। সেখান থেকে পালিয়ে আশ্রয় পায় এক ডাকাত দলে।

প্রায় দুই বছর পর ফুলন যখন ডাকাত দলের প্রধান হয়,ফিরে আসে সেই বেহমাইতে। এক রাতে হানা দেয় সেই ঠাকুরদের গ্রামে। শুরু করে ডাকাতি। হঠাৎ ধরে ফেলে তাকে যারা ধর্ষণ করেছিল তাদের দুইজনকে । একে একে খুঁজে বের করে বাকি সবাইকেই।

মোট ৩০ জনকে এক লাইন এ দাড় করে ব্রাশ ফায়ার করে। ভারতের ইতিহাসে ডাকাতদের হাতে প্রথম মারা পড়ে ২২ জন। যেটা ফুলন দেবিকে বানিয়ে দেয় ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসাবে। তারপর হাজার বার চেষ্টা চলে তাকে ধরার। কিন্তু নিম্ন গোত্রের কাছে দেবী উপাধি পাওয়া ফুলনকে ধরা যায়নি।

পুলিশ আর উচ্চ বর্ণের সাথে লড়তে লড়তে ক্লান্ত ফুলন আর্তসমরপন করে ১৯৮৩ সালে। জেল থেকে বেড়িয়ে আসে ১১ বছর পর। তারপর সবাইকে অবাক করে ফুলন বনে যায় সংসদ সদস্য। ফুলন দেবী কে নিয়ে দেশ-বিদেশে নির্মিত হয় অসংখ্য চলচিত্র। ২৫শে জুলাই ২০০১ এ ফুলন দেবীকে তার নিউ দিল্লীর বাসবভবনের গেটে গাড়ি থেকে বের হওয়া মাত্র গুলি করে হত্যা করা হয়।

শের সিং রানা নামের হত্যাকারীকে ধরা হয়। সে শিকার করে বেহমাই এর সেই ২২ জনের হত্যার বদলা নিতেই সে খুন করে ফুলনকে। ##Pancho Villa: the bandit who became a guerrilla leader ঃ Pancho Villa (১৮৭৮-১৯২৩) ছিল মেক্সিকোর দরিদ্র মানুষের আশা আখাঙ্কার প্রতিক। যদিও Pancho Villa ছিল খুনি বা ডাকাত কিন্তু অনেকের কাছে সে মুক্তির জ্বলন্ত প্রদিপ। তার মৃত্যুর পরের ২০ বছর পরেও ক্ষমতাসীনরা তাকে তাকে চিন্হিত করত আইন অমান্য কারী হিসেবে অথচ আজ মেক্সিকানরা সহ পৃথিবীর অনেক মানুষ তাকে স্মরণ করে একজন বীর স্বাধীনতাকামী হিসেবে।

Pancho Villa মেক্সিকোর San Juan del Rioতে জন্মগ্রহণ করে। জ্ঞান হওয়ার পর থেকেই সে দেখতে থাকে দরিদ্রের প্রতি অবিচার। যখন তার বয়স ১৫,মারা যায় তার পিতা। পরিবারের বোঝা চাপে তার উপর। একদিন কাজ থেকে ফিরে দেখে তার বাড়ীওয়ালা ধর্ষণ করছে তার ১২ বছরের বোনকে।

১৬ বছরের Pancho Villa হাতে তুলে নেয় পিতার পিস্তল, হত্যা করে বাড়িওয়ালাকে। তারপর পালায়, চলে যায় পাহাড়ে। ১৮৯৪ থেকে শুরু হয় আইনের সাথে তার লুকচুরি খেলা। ১৮৯৬ সালে আরও কিছু সদস্য জোগাড় করে গড়ে তলে নিজের বাহিনি। ভিল আর তার বাহিনী লুট করতে থাকে টাকার চালান।

বড়লোকদের ফসল,র‍্যাঞ্ছ। বড়লোকদের কাছ থেকে ছিনিয়ে গরিবদের দান করায় গরিবরা আস্তে আস্তে ভিলার ভক্ত হয়ে জায়। ব্যাপারটা নজরে পড়ে তখনকার শোষিতের নেতা Francisco Maderoর। সে ভিলাকে তার সাথে যোগ দিতে বলে। রাজি হয়ে যায় ভিলা।

হয়ে যায় revolutionary armyর প্রধান। যখন Maderoর একজন কমান্ডর Maderoর বিপক্ষে অবস্তান নেয়, ভিলা তার বাহিনী নিয়ে Maderoর পক্ষের General Victoriano Huertaএর সাথে যোগ দেয়। সেই যুদ্ধে জয়ের পর General Victoriano Huerta ভিলা কে তার প্রতদ্বন্দি হিসেবে চিন্হিত করে এবং ঘোড়া চুরি এবং অবাধ্যতার অপরাধে গ্রেপ্তার করে। পরে তাকে ফায়ারিং স্কোয়াডে নেয়া হলে Maderoর হস্তক্ষেপে ভিলাকে পাঠান হয় কারাগারে। একসময় পালিয়ে যায় ভিলা।

তারকিছুদিন পর Madero তাকে নিয়োগ দেয় provisional governor হিসেবে Chihuahua প্রদেশে ভিলা১৯২০ সালে অবসর নেয় রাজনীতি থেকে। ১৯২৩ সালের ২০শে জুলাই হত্যা করা হয় তাকে গাড়ির মধ্যে। ##Billy the Kid: believed to have killed one man for each year of his life: Henry McCarty (১৮৫৯-১৮৮১) নামে কেউ তাকে না চিনলেও Billy the Kid নামে চেনে তাকে সারা দুনিয়া। সে ছিল আমেরিকার প্রথম সারির outlaw and gunman যে Lincoln County War এ অংশ নিয়েছিল। সে তার জীবনের ২১ বছর বয়সে খুন করে ২১টা।

তাকে নিয়ে যে কিংবদন্তী ছড়িয়ে আছে টা অবিশ্বাস্য। সে মাত্র ৪ বছরে প্রায় ১৬ টি গানফাই৮ এ অংশ নেয় এবং জীবিত থাকে। হত্যা করে ৯জন কে। ১৮৭৭ সালের ১৭ই আগস্ট প্রথম খুন করে F.P. Cahill কে। তার ছিল নায়কাচিত চেহারা।

মেয়েদের মাঝে তার ছিল ব্যাপক আলোচনা। মিষ্ট ভাষী বিলি ছিল সাধারন মানুষের প্রিয় মুখ। তবে যখনই কেউ তার সাথে ঝামেলায় গেছে, ডুয়েল লড়াইয়ে খুন হয়েছে বিলির হাতে। অবশেষে বিলি খুন হয় Sheriff Patrick Garrett এর হাতে। তারপরও বুনো পশ্চিমে তরুণদের মাঝে বিলি ছিল এক নায়কের প্রতিচ্ছবি।

##Salvatore Giuliano: the Sicilian Robin Hood: গরিবের বন্ধু রবিন হুডের সাথে যার সত্যিকার তুলনা করা হয় সে হল Salvatore Giuliano। সামাজিক বৈষম্যের শিকারের হয়ে যে হয়ে যায় দস্যু কিন্তু জীবিত এবং মরনের পর হয়ে যায় মিথ। ১৯২২ সালের ১৬ই নভেম্বর পশ্চিম সিসিলিয়ান পাহাড়ি গ্রাম Montelepre তে জন্ম হয় Salvatore Giulianoর। সে ছিল সিসিলিয়ানের অনেক দস্যুদের মধ্যে শেষ কিন্তু সবথেকে সম্মানের। প্রাইমারী শেষের পর সে কাজে ঢুকে যায়।

কিন্তু পড়াও চালিয়ে যেতে থাকে এক স্থানীয় শিক্ষকের কাছে। তার পিতার মৃত্যুর পর তার বড় ভাই চলে যায় যুদ্ধে। সংসারের সব বোঝা চাপে তার উপর। সে তার ভাইয়ের গম চালানের কাজ হাতে নেয়। কিন্তু অনভিজ্ঞতার কারনে ২রা সেপ্তেম্বর ১৯৪৩ ২ কাউন্টিপুলিশ এবং ২ লোকাল পুলিশ ৪০ কেজি গম এবং ৪০ কেজি ভুট্টা সহ বিনা কারনে গ্রেপ্তার করে পাঠিয়ে দেয় "American garrison"এ।

শুধুমাত্র পাহাড়ি হওয়ার কারনে সে পড়ে এই ঝামেলায়। গ্যারিসনে সে সৈন্যদের বোঝানোর চেষ্টা করেও বিফল হয় কারণ তার গ্রামের অধিকাংশ পুরুষই ছিল দস্যু যারা ধনীদের থেকে মালামাল লুট করে গরীবদের বিলিয়ে দিত। তর্কের এক পর্যায়ে সৈন্যরা ৬টি গুলি করে,২টা গুলি লাগে তার উরুতে। সে এক সৈনিকের পিস্তল কেড়ে তাকে গুলি করে আহত অবস্তায় পালিয়ে যেতে সক্ষম হয়। প্রায় মাস খনেক পড়ে সুস্থ হয়ে যোগ দেয় দস্যু দলে।

খুব তাড়াতাড়ি সে মেধা আর শক্তিতে বনে যায় সরদার। সে শুধু ডাকাতি করে ধনীদের মালামাল গরীবদের বিলিয়ে দেবার পাশাপাশি শুরু করে স্বাধীন সিসিলির জন্য সংগ্রাম। তার নেতৃত্বে স্বাধীনতার সংগ্রম জোরদার হয় সিসিলিতে। এমন এক পর্যায়ে ১৯৫০ সালের ৫ই জুলাই ঘুমন্ত অবস্থয় তাকে খুন করে তার আপন চাচাত ভাই পালেরমু মাফিয়া ডনের নির্দেশে। Salvatore Giuliano মারা গেলেও রেখে যায় সিসিলিবাসীদের জন্য অনেক ইতিহাস।

ইটালিয়ানদের কাছ থেকে সিসিল্ স্বাধীন হওয়ার মূলমন্ত্র পড়িয়ে যায় সে। তার বীরত্ব আর সংগ্রামের কাহিনী ছড়িয়ে পড়েছিল বিশ্বের অধিকাংশ মিডিয়াতে। এমন কি টাইম ম্যাগাজিনও প্রছছদ করে তাকে নিয়ে। আজ ও সে তার জন্মস্থানের মানুষের কাছে জ্বলন্ত অগ্নিমশাল হয়ে জ্বলে রইছে। ##Ishikawa Goemon: the Japanese bandit who was boiled aliveঃ Goemon,যার পুরনাম Ishikawa Goemon।

জাপানের কিংবদন্তী দস্যু Ishikawa Goemonএর জন্ম ১৫৫৮ সালে। যার মূল কাজ ছিল সোনা ও মূল্যবান সামগ্রী লুট করা এবং বিলিয়ে দেওয়া অবহেলিত নিম্ন শ্রেণির সাধারন মানুষদের মাঝে। তখনকার শাসক Toyotomi Hideyoshi অনেক চেস্টা করেও Goemon এর কিছু করতে না পেরে একসময় হত্যা করে Goemon এর স্ত্রী এবং বন্দী করে নিয়ে যায় তার সন্তান Gobeiকে। প্রতিশোধ নিতে Goemon চলে যায় Hideyoshiর রুমে,কিন্তু তাকে হত্যার আগেই গোপন ঘন্টার মাধ্যমে Hideyosh ডেকে নেয় তার সামুরাই বাহিনীকে। ধরা পড়ে যায় Goemon।

Hideyoshi তৈরি করে লোহার বিশাল কড়ই। কড়ইটি বসান হয় কুয়াতর Hideyoshiর প্রধান ফটকে,কড়াইতে ফুটান হয় পানি। সেই গরম পানিতে ফেলে দেওয়া হয় Goemon ও তার ছেলেকে। যতক্ষন সে বেচেছিল উচু করে রেখেছিল তার ছেলেকে। এভাবে গরম পানিতে সিদ্ধ করা হয় এক নির্যাতিত মানুষের উপকারি বীরকে।

আর তার স্মৃতিকে স্মরণ করতে একটি বর কড়ই সদৃশ বাথতাবকে জাপানীরা আজও বলে Goemon-buro (Goemon-bath).  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।