আমাদের কথা খুঁজে নিন

   

বলবেন কি? (Help)



ইন্টারনেট থেকে টাকা রোজগার বা ফ্রি ল্যান্সারের কাজ কিভাবে করা যায়?এবং কিভাবে টাকা পাওয়া যায়। বিশেষ করে ‍"রেন্ট এ কোডার", "এম টার্ক" "নিওবাক্স টু" ইত্যাদি ওয়েব সাইড থেকে। বা আরো কোন ভালো ওয়েব সাইট আছে কিনা? বিঃ দ্রঃ আমি একটি "পেওনার মাস্টার কার্ড" পেয়েছি। "রেন্ট এ কোডার"-এ একাউন্টও আছে কিন্তু এখনও কোন কাজ করিনি। "পেওনার মাস্টার কার্ড" থেকে বাংলাদেশে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়? "এমটার্ক"-এ কাজ করে কিছু টাকা (ডলার)একাউন্টে জমেছে। কিন্তু কিভাবে একাউন্টের টাকাগুলো পাবো? আমাজন থেকে কি পণ্য কিনতে পারবো সেই টাকা দিয়ে। পণ্যটি কি বাসার ঠিকানায় পৌঁছে দেবে? নিওবাক্স সম্পর্কেও জানতে চাই। ইত্যাদি ইত্যাদি তথ্য দিয়ে সাহায্য করুন। -অগ্রিম ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।