আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রজীবনের কিছু মুহুর্ত....

যে মেঘ যাচ্ছে উড়ে সেই মেঘের ফাঁকে, পালিয়ে যাওয়া স্বপ্ন গুলি লুকিয়ে রাখা থাকে… ১.সর্বাধিক জ্বালাময় মুহুর্ত: মর্নিং এলার্ম এ ঘুম ভাঙ্গা (যদিও আমার ভাঙ্গে না... :p) ২.সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা: ক্লাসের পথে যাত্রা... ৩.সবচেয়ে আনন্দদায়ক সময়: বন্ধুদের সাথে আড্ডা... ৪.সবচেয়ে দুঃখজনক খবর: পরীক্ষা কাছে আসা কিন্তু কিছুই পড়া হয়নাই... ৫.সবচেয়ে আনন্দের সংবাদ: শিক্ষক অনুপস্থিত থাকা ... ৬. ক্লাসে সর্বাধিক প্রিয় এলাকা: শেষ bench (এখন ১ম bench ) ৭.সর্বাধিক serious হওয়া : পরীক্ষা হল থেকে বের হয়ে (নতুন ভাবে পড়াশুনা শুরু করত হবে) ৮.সবচেয়ে সময় ব্যয় যে ভাবনায় : আজ থাক, কাল থেকে পড়া শুরু করতে হবে... :p

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।