আমাদের কথা খুঁজে নিন

   

‘ওবামা’ কি শয়তান!

জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ‘হিস্টোরি’র জনপ্রিয় মেগা-সিরিয়াল ‘দ্য বাইবেল’ এর ‘শয়তান’ চরিত্রে অভিনয়কারীর চেহারা ‘ওবামার সদৃশ’ বলে মন্তব্য করেছেন দর্শকরা। রোববার রাতে সিরিয়ালটি দেখে অনেক দর্শক শয়তান চরিত্রটি নিয়ে বিস্ময়প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তোলেন! অনেকে শয়তান চরিত্রটির জন্য অভিনেতা নির্ধারণের ক্ষেত্রে নির্মাতাদের দুর্বলতাকে দায়ী করেন! গ্লেন বেক নামে একজন দর্শক তার ব্যক্তিগত টুইটার বার্তায় লেখেন, “কেউ কি বাইবেলে বর্ণিত শয়তানের কথা মনে করতে পারছেন? রোববার রাতে হিস্টোরি চ্যানেলে শয়তানকে দেখা গেছে যার চেহারা ওবামার মতো।

” আরেক দর্শক ক্রিস ফোরবিট লেখেন, “গত রাতে ‘দ্য বাইবেল’ দেখেছো? ওখানে (শয়তান চরিত্রে) ওবামাকে দেখা গেছে!” তবে দর্শকের এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ালটির নির্মাতা রোমা ডাওনি ও মার্ক বার্নেট। এক বিবৃতিতে তারা বলেন, “এ ধরনের তুলনা সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন। ” মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা আরও বলেন, “শয়তান চরিত্রে অভিনয়কারী মেহদী ওয়াজ্জানি মরক্কোর একজন উঁচু মানের প্রশংসিত অভিনেতা। তিনি এর আগেও পবিত্র বাইবেল অবলম্বনে রচিত অনেক চরিত্রে অভিনয় করেছিলেন। ওইসব নাটক বা চলচ্চিত্র বেশিরভাগই নির্মিত হয়েছিল আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ওবামা নির্বাচিত হওয়ার আগে।

” হিস্টোরি চ্যানেল কর্তৃপক্ষ বিবৃতিতে আরও জানায়, “যেকোনো ধরনের সাদৃশ্য খোঁজা মারাত্মক ভুল!” বিবৃতিতে নির্মাতা ডাওনি ও বার্নেট বলেন, “ওবামার প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল! একজন সর্বজন প্রশংসিত অভিনেতাকে দিয়ে নির্ম‍াণ করা হয়েছে এই সিরিয়ালটি! কিন্তু দুর্ভাগ্যবশতঃ কেউ এটাকে ভুল ব্যাখ্যা করছে!” তবে, এতো বিতর্কের মুখে এখন পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করেনি হোয়াইট হাউস। প্রসঙ্গত, ১০ ঘণ্টার এই টিভি-সিরিয়ালটি ৩ মার্চ থেকে সম্প্রচারিত হচ্ছে এবং ৩১ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য মেগা-সিরিয়ালকে হারিয়ে এই সিরিয়ালটি এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং ধরে রেখেছে। সূত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।