আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে ফিরি

শেষেও পাঠক হতে চাই উৎসর্গঃ সামুর নিতান্তই যৌগিক গ্রাম্য ব্লগার জিশান শা ইকরাম কে........................। এই নদীটির তীরে কেটেছে বহু কাল কাটাব আরো......... জানতে চেয়েছি - কোথা যাও ? কোথা ছিলে - যাবে আর কত দূরে ? আমি বিসমিল্লা খাঁ নই............ ছোট্ট ঢেউ তুলে হেসে উঠা কথাবলা নদীটিকে আমি বুঝতে পারিনি। কন্যার ডালিম গাছটির কাছে কাটিয়েছি সকাল দুপুর বা জ্যোৎস্নায় মধ্যরাত, কথা বলতে চেয়েছি অনেক - বলেছিও... কিন্তু শুনতে তো পাইনি কিছু। নিরেট মসৃন কিন্তু রঙীন দেয়ালের গায়ে হাত বুলিয়েছি পরম মমতায়, জানতে চেয়েছি কথকতা কিন্তু পারিনি............ আমি লুই কান নই। আমি কথা বলতে চাই আমি কথা শুনতে চাই, একান্তই প্রানের কথা একান্তই প্রানের ব্যাথা। আমি আমার সাথে কথা বলতে চাই আমি আমার আমিকে সামান্য বুঝতে চাই।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।