আমাদের কথা খুঁজে নিন

   

যোগাযোগ মন্ত্রীর কোন দোষ দেখি না

হাসতে নাকি জানেনা কেউ কে বলেছে ভাই, এই যে দেখ কত হাসির খবর বলে যাই ওনার কি দোষ? উনি কেন পদত্যাগ করবেন? দুর্নীতি করেন আমলারা, ইঞ্জিনিয়ার রা। সময় মত কাজ করে না। নিম্নমানের উপাআদান ব্যবহার করে? এতে যোগাযোগ মন্ত্রীর দোষ কোথায়? কোন ড্রাইভার যদি ঠিকমত না গাড়ি চালায় এক্সিডেন্ট করে এতে মন্ত্রীদের দোষ কোথায়? উনারা নির্বাচিত জনপ্রতিনিধি। সাংবিধানিক ভাবে ওনারা দেশ চালাবেন পাঁচ বছর। উনাদের সমালোচনা করা মানে হচ্ছে সংবিধানকে অপমান করা।

অথচ মানুষ না বুঝে ওদের সমালোচনা করছে। কিছু হলেই প্রধামন্ত্রির সমালোচনা করে। ওনি একা মানুষ কতদিকে দেখবেন? উনিও তো মানুষ। সমালোচনা করা আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। আমাদের সাংসদ মন্ত্রীরা কি বসে আছেন? তারা কি কাজ করছেন না? এগুলো সবই আমরা বুঝি।

বিরোধীদল সব কিছু উস্কে দিচ্ছে। কিভাবে পরবর্তিতে ক্ষমতায় আসা যায় লন্ডনে বসে তারই ছক কষছেন তারেক জিয়া। এসব দেশের শত্রুদের থেকে জনগনকে সাবধানে থাকতে বলছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।