আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ রেল যোগাযোগ

স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার বাংলাদেশ এর প্রেক্ষাপটে রেল যোগাযোগ খুব ই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই যোগাযোগ এর মাধ্যমে অনেক মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু এর টিকেট এর বিক্রয় এর পদ্ধতি আমার কাছে গ্রহন যোগ্য নয়। আমার কাছে বোধগম্য হয় না যে এক দিনের টিকেট বিক্রি শুরু করে কিভাবে ২ ঘণ্টার মধ্যে সব টিকেট শেষ হয়ে যায়। যারা রেল এর টিকেট বিক্রি করে তাদের যে গতি তাতে তো এত তাড়াতাড়ি সব টিকেট শেষ হবার কথা নয়।

কি ভাবে সব টিকেট শেষ হয়ে গেল। আমি তো টিকেট পেয়েছি অনেক কষ্টে কিন্তু যারা লাইন এ দাড়িয়ে ছিল এবং টিকেট পাবার কথা ছিল তারা কেন পেল না। গতকাল রাতে যখন ফিরছি ঢাকায় ট্রেন এর ভিতর ২ জন এর সাথে কথা হল যারা লাইন এ না দাড়িয়ে টিকেট পাইছে। ঘটনা খুলে বলি ট্রেন এ আমার পাশের সিট এ এক ভদ্রলোক বসে ছিলেন। অনেক গল্প করলাম এক সময় জিজ্ঞেস করলাম ভাই কেমন কষ্ট হইলো টিকেট পেতে।

উনি বললেন ভাই কষ্ট করে টিকেট কাটার দিন কি আছে নাকি। আমি কোন দিন লাইন এ দাড়িয়ে টিকেট কাটি নাই। জিজ্ঞেস করলাম কেন ভাই। বলল "রেল এ আত্মীয় বানাইছি কি সাধে নাকি। যখন যে কইটা টিকেট দরকার হয় কইয়া দেই সময় মতো টিকেট হাতে পাইয়া যাই।

" আমি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকলাম। কিছু বলার ভাষা পাচ্ছিলাম না। আরেকজন যাত্রী আমাদের কথা বাত্রা শুনে একটু আগ্রহী হল। সে নতুন উদ্যমে বলতে শুরু করলো " আরে ভাই আমিও জীবনে লাইন দাড়াই নাই, ছাত্র জীবনে ছোট ভাই দের দিয়ে টিকেট কাটাইছি আর এখন তো রেল বিভাগে দুলাভাই এর মামা চাকরি করে যখন ই দরকার হয় টিকেট এর কথা বলি টিকেট রেডি থাকে" এখন কথা হচ্ছে আমরা সাধারন জনগন যারা ঘণ্টার পর ঘণ্টা লাইন এ দাড়িয়ে থেকে টিকেট কাটলাম তাদের কষ্টের দাম কোথায় থাকল। দলীয়করণ, আত্মীয়করণ এসব এর জন্যই তো আজ দেশের এই অবস্থা।

একজন টিকেট মাস্টার এর দুর্নীতি, কালোবাজারি দের দৌরাত্ত, এসব কিছুর জন্যই এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে ২ ঘণ্টার মধ্যে ৭০০ টিকেট শেষ হয়ে যায়। সামু তে যদি কোন রেল এর কর্মকর্তা থাকেন দয়া করে বিষয় টা ভাববেন । সামুর পাঠক দের অনুরোধ করব এ নিয়ে কিছু বলার। রেল এর কিছু লোকের দুর্নীতির কারনে হাজার হাজার সাধারন মানুষের যে দুর্ভোগ। সেটা আসলেই একজন মানুষ হিসেবে মেনে নেয়া যায় না।

ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।